নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি দেশের ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের দিনাজপুরের পার্বতীপুর উপজেলা, খুলনা ও বরিশাল বিভাগ ইউপিগুলোর চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার রাতে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সভায় টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রার্থীরা হলেন, টাঙ্গাইল-৭ আসনে খান আহমেদ শুভ ও নাসিকে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউপিতে ওয়াদুদ আলী, চন্ডিপুরে মজিবর রহমান সরকার, মোমিনপুরে আব্দুর রাজ্জাক সরকার, মোস্তফাপুরে ভবতোষ রায়, হাবড়াতে আনিসুজ্জামান সরকার, হামিদপুরে রেজওয়ানুল হক, বেলাইচন্ডিতে নুর মোহাম্মদ রাজা, হরিরামপুরে মোজাহিদুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ-হরিপুরে সম্পা মাহামুদ, বটতৈলে এম এ মোমিন মন্ডল, আলামপুরে আব্দুল হান্নান, আইলচারাতে মোতালেব হোসেন, উজানগ্রামে সাবুবিন ইসলাম, হরিনারায়নপুরে মহিউদ্দিন, পাটিকাবাড়ীতে মোহাম্মদ সাইদুর রহমান, ঝাউদিয়াতে জহুরুল ইসলাম, আব্দালপুরে আরব আলী, মনোহরদিয়াতে শহিদুল ইসলাম, গোস্বামী দুর্গাপুরে লাল্টু রহমানকে নৌকা প্রতীক পেয়েছেন।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনীতে সেকেন্দার আলী মোল্যা, মির্জাপুরে ফিরোজ আহমেদ, দিগনগরে জিল্লুর রহমান, কাঁচেরকোলে সালাহউদ্দীন জোয়র্দ্দার, সারুটিয়াতে মাহামুদুল হাসান, হাকিমপুরে কামরুজ্জামান, ধলহরাচন্দ্রে মতিয়ার রহমান, বগুড়াতে শফিকুল ইসলাম, আবাইপুরে মুখতার আহমেদ মৃধা, উমেদপুরে সাব্দার হোসেন মোল্লা, দুধসরে সাহাবুদ্দিন, ফুলহরিতে জামিনুর রহমান। হরিণাকুন্ডু উপজেলার ভায়নাতে নাজমুল হুদা, জোড়াদহে জাহিদুল ইসলাম, তাহেরহুদাতে আতিয়ার রহমান, দৌলতপুরে শেরেগুল ইসলাম, কাপাশহাটিয়াতে মশিউর রহমান জেয়ার্দ্দার, ফলসীতে নিমাই চাঁদ মন্ডল, রঘুনাথপুরে আব্দুল কাদের, চাঁদপুরে আজিজুর রহমানকে আওয়ামী লীগ মনোনয়ন পেয়েছেন।
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউপিতে আবু সিদ্দিক, লেবুতলা আলীমুজ্জামান, ইছালী ফেরদৌসী ইয়াসমিন, নওয়াপাড়া রাজিয়া সুলতানা, উপশহর এহসানুর রহমান, চুড়ামনকাটিতে দাউদ হোসেন, দেয়াড়া লিয়াকত আলী, রামনগর নাজনীন নাহার, কচুয়া লুৎফর রহমান ধাপক, নরেন্দ্রপুর মোদাচ্ছের আলী, বসুন্দিয়া রিয়াজুল ইসলাম খান, চাঁচড়াতে সেলিম রেজা, আরবপুরে মীর আরশাদ আলী, কাশিমপুরে শরিফুল ইসলাম ও ফতেপুর শেখ সোহরাব হোসেন নৌকা প্রতীক পেয়েছেন।
সাতক্ষীরান জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউপিতে শম্ভু চরন মন্ডল, বুধহাটাতে মাহবুবুল হক, কুল্যাতে আব্দুল বাছেত, দরগাহপুরে শেখ মিরাজ আলী, বড়দলে আব্দুল আলীম মোল্যা, আশাশুনিতে এস এম হোসেনুজ্জামান, শ্রীউলাতে আবু হেনা মঃ সাকিলুর রহমান, খাজরাতে শাহ নেওয়াজ, আনুলিয়াতে শাহাবুদ্দীন সানা, প্রতাপনগরে শেখ জাকির হোসেন ও কাদাকাটিতে দীপংকর কুমার সরকার। কলারোয়া উপজেলার কেরালকাতা ইউপিতে মোরশেদ আলী ও কুশোডাংগাতে আসলামুল আলম। শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউপিতে এ কে এম জাফরুল আলম, শ্যামনগরে এস এম জহুরুল হায়দার ও ঈশ্বরীপুর জি এম শোকর আলী।
ভোলা সদর উপজোলার ইলিশা ইউপিতে মোহাম্মদ সোহরাওয়ার্দ্দী, পশ্চিম ইলিশাতে মোহাম্মদ জহিরুল ইসলাম, ধনিয়াতে এমদাদ হোসেন কবির, শিবপুরে জসিম উদ্দিন, আলীনগরে বশির আহাম্মদ, চরসামাইয়াতে মহিউদ্দীন মাতাব্বর, ভেলুমিয়াতে আবদুছ সালাম, ভেদুরিয়াতে আবদুল হাই, উত্তর দিঘলদীতে লিয়াকত হোসেন (মনসুর), দক্ষিণ দিঘলদীতে ইফতারুল হাসান, রাজাপুরে মিজানুর রহমান ও বাপ্তাতে ইয়ানুর রহমান।
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউপিতে হুমায়ূন কবির। মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউপিতে হারুন অর রশিদ, দাউদখালীতে ফজলুল হক খান, টিকিকাটাতে রফিকুল ইসলাম রিপন ও বড়মাছুয়াতে আয়েশা আক্তার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি দেশের ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের দিনাজপুরের পার্বতীপুর উপজেলা, খুলনা ও বরিশাল বিভাগ ইউপিগুলোর চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার রাতে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সভায় টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রার্থীরা হলেন, টাঙ্গাইল-৭ আসনে খান আহমেদ শুভ ও নাসিকে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউপিতে ওয়াদুদ আলী, চন্ডিপুরে মজিবর রহমান সরকার, মোমিনপুরে আব্দুর রাজ্জাক সরকার, মোস্তফাপুরে ভবতোষ রায়, হাবড়াতে আনিসুজ্জামান সরকার, হামিদপুরে রেজওয়ানুল হক, বেলাইচন্ডিতে নুর মোহাম্মদ রাজা, হরিরামপুরে মোজাহিদুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ-হরিপুরে সম্পা মাহামুদ, বটতৈলে এম এ মোমিন মন্ডল, আলামপুরে আব্দুল হান্নান, আইলচারাতে মোতালেব হোসেন, উজানগ্রামে সাবুবিন ইসলাম, হরিনারায়নপুরে মহিউদ্দিন, পাটিকাবাড়ীতে মোহাম্মদ সাইদুর রহমান, ঝাউদিয়াতে জহুরুল ইসলাম, আব্দালপুরে আরব আলী, মনোহরদিয়াতে শহিদুল ইসলাম, গোস্বামী দুর্গাপুরে লাল্টু রহমানকে নৌকা প্রতীক পেয়েছেন।
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনীতে সেকেন্দার আলী মোল্যা, মির্জাপুরে ফিরোজ আহমেদ, দিগনগরে জিল্লুর রহমান, কাঁচেরকোলে সালাহউদ্দীন জোয়র্দ্দার, সারুটিয়াতে মাহামুদুল হাসান, হাকিমপুরে কামরুজ্জামান, ধলহরাচন্দ্রে মতিয়ার রহমান, বগুড়াতে শফিকুল ইসলাম, আবাইপুরে মুখতার আহমেদ মৃধা, উমেদপুরে সাব্দার হোসেন মোল্লা, দুধসরে সাহাবুদ্দিন, ফুলহরিতে জামিনুর রহমান। হরিণাকুন্ডু উপজেলার ভায়নাতে নাজমুল হুদা, জোড়াদহে জাহিদুল ইসলাম, তাহেরহুদাতে আতিয়ার রহমান, দৌলতপুরে শেরেগুল ইসলাম, কাপাশহাটিয়াতে মশিউর রহমান জেয়ার্দ্দার, ফলসীতে নিমাই চাঁদ মন্ডল, রঘুনাথপুরে আব্দুল কাদের, চাঁদপুরে আজিজুর রহমানকে আওয়ামী লীগ মনোনয়ন পেয়েছেন।
যশোর সদর উপজেলার হৈবতপুর ইউপিতে আবু সিদ্দিক, লেবুতলা আলীমুজ্জামান, ইছালী ফেরদৌসী ইয়াসমিন, নওয়াপাড়া রাজিয়া সুলতানা, উপশহর এহসানুর রহমান, চুড়ামনকাটিতে দাউদ হোসেন, দেয়াড়া লিয়াকত আলী, রামনগর নাজনীন নাহার, কচুয়া লুৎফর রহমান ধাপক, নরেন্দ্রপুর মোদাচ্ছের আলী, বসুন্দিয়া রিয়াজুল ইসলাম খান, চাঁচড়াতে সেলিম রেজা, আরবপুরে মীর আরশাদ আলী, কাশিমপুরে শরিফুল ইসলাম ও ফতেপুর শেখ সোহরাব হোসেন নৌকা প্রতীক পেয়েছেন।
সাতক্ষীরান জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউপিতে শম্ভু চরন মন্ডল, বুধহাটাতে মাহবুবুল হক, কুল্যাতে আব্দুল বাছেত, দরগাহপুরে শেখ মিরাজ আলী, বড়দলে আব্দুল আলীম মোল্যা, আশাশুনিতে এস এম হোসেনুজ্জামান, শ্রীউলাতে আবু হেনা মঃ সাকিলুর রহমান, খাজরাতে শাহ নেওয়াজ, আনুলিয়াতে শাহাবুদ্দীন সানা, প্রতাপনগরে শেখ জাকির হোসেন ও কাদাকাটিতে দীপংকর কুমার সরকার। কলারোয়া উপজেলার কেরালকাতা ইউপিতে মোরশেদ আলী ও কুশোডাংগাতে আসলামুল আলম। শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউপিতে এ কে এম জাফরুল আলম, শ্যামনগরে এস এম জহুরুল হায়দার ও ঈশ্বরীপুর জি এম শোকর আলী।
ভোলা সদর উপজোলার ইলিশা ইউপিতে মোহাম্মদ সোহরাওয়ার্দ্দী, পশ্চিম ইলিশাতে মোহাম্মদ জহিরুল ইসলাম, ধনিয়াতে এমদাদ হোসেন কবির, শিবপুরে জসিম উদ্দিন, আলীনগরে বশির আহাম্মদ, চরসামাইয়াতে মহিউদ্দীন মাতাব্বর, ভেলুমিয়াতে আবদুছ সালাম, ভেদুরিয়াতে আবদুল হাই, উত্তর দিঘলদীতে লিয়াকত হোসেন (মনসুর), দক্ষিণ দিঘলদীতে ইফতারুল হাসান, রাজাপুরে মিজানুর রহমান ও বাপ্তাতে ইয়ানুর রহমান।
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউপিতে হুমায়ূন কবির। মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউপিতে হারুন অর রশিদ, দাউদখালীতে ফজলুল হক খান, টিকিকাটাতে রফিকুল ইসলাম রিপন ও বড়মাছুয়াতে আয়েশা আক্তার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
সময় থাকতে রাজাকারদের বাংলা ছাড়ার হুংকার দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ হুংকার দেন।
৭ ঘণ্টা আগেআওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ জোটভুক্ত ১৪ দলের নিবন্ধন বাতিল চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে লিখিত আবেদন জানিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। আজ সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল সিইসির কাছে লিখিত আবেদন তুলে দেন।
১০ ঘণ্টা আগেকয়েক দিন ধরে শাহবাগে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভা-সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কীভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এ বিএনপি নেতা। এনসিপিকে ‘সরকারি দল’ বলেও অভিহিত করেন তিনি।
১২ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানকালে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে ‘আপত্তিকর স্লোগান’ ওঠার বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে বলা হয়েছে, একটি পক্ষ সচেতনভাবে এটি করেছে। এর দায় এনসিপি নেবে না। এ ধরনের কর্মকাণ্ড জা
১৬ ঘণ্টা আগে