নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বিএনপি-জামায়াত’ নয়, এখন ‘আওয়ামী-জামায়াত’ বলার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর দাবি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন সম্পর্ক চলছে। যে কারণে জামায়াতের নিবন্ধন বাতিল করলেও দলটিকে বেআইনি ঘোষণা করা হচ্ছে না।
আজ সোমবার বিকেলে রাজধানীর হাজারীবাগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জোন-৪ এই সমাবেশের আয়োজন করে। জ্বালানি তেলসহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং দলের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে আজ হাজারীবাগে এই সমাবেশ হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় টুকু বলেন, ‘প্রায়ই শুনি, আওয়ামী লীগের মুখে এটা বুলি হয়েছে, খালি বলে বিএনপি-জামায়াত। আমি বলছি এখন সময় এসেছে আওয়ামী-জামায়াত বলার জন্য, মিলবেও ভালো। জামায়াতও উর্দু আওয়ামী লীগও উর্দু। দুইটার সঙ্গে মিলবে ভালো।’
আওয়ামী লীগ-জামায়াতের গোপন সম্পর্কের দাবি করে তিনি বলেন, ‘ওনারা জামায়াতের নিবন্ধন বাতিল করেন কিন্তু বেআইনি ঘোষণা করেন না। তাহলে কি আমি বলব—ওনাদের পরকীয়া প্রেম চলছে। নিবন্ধন বাতিল করলেন, বেআইনি ঘোষণা করলেন না। তার অর্থ আওয়ামী লীগ তলে তলে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করে। সে জন্য বাতিল (নিবন্ধন) করে না। তাই আজকে থেকে আওয়ামী-জামায়াত হবে। বিএনপি-জামায়াত আর হবে না।’
এদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু ধানমন্ডি থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ একই স্থানে কর্মসূচি ঘোষণা করে। সংঘর্ষের আশঙ্কায় দুই দলকেই সমাবেশ না করার জন্য মৌখিক নিষেধাজ্ঞা দেয় পুলিশ।
পরে বিএনপির পক্ষ থেকে সমাবেশস্থল পরিবর্তন করে আজ সোমবার দুপুরে হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশ শুরু হলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হয়। এ সময় উভয় দল সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
‘বিএনপি-জামায়াত’ নয়, এখন ‘আওয়ামী-জামায়াত’ বলার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর দাবি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন সম্পর্ক চলছে। যে কারণে জামায়াতের নিবন্ধন বাতিল করলেও দলটিকে বেআইনি ঘোষণা করা হচ্ছে না।
আজ সোমবার বিকেলে রাজধানীর হাজারীবাগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জোন-৪ এই সমাবেশের আয়োজন করে। জ্বালানি তেলসহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং দলের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে আজ হাজারীবাগে এই সমাবেশ হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় টুকু বলেন, ‘প্রায়ই শুনি, আওয়ামী লীগের মুখে এটা বুলি হয়েছে, খালি বলে বিএনপি-জামায়াত। আমি বলছি এখন সময় এসেছে আওয়ামী-জামায়াত বলার জন্য, মিলবেও ভালো। জামায়াতও উর্দু আওয়ামী লীগও উর্দু। দুইটার সঙ্গে মিলবে ভালো।’
আওয়ামী লীগ-জামায়াতের গোপন সম্পর্কের দাবি করে তিনি বলেন, ‘ওনারা জামায়াতের নিবন্ধন বাতিল করেন কিন্তু বেআইনি ঘোষণা করেন না। তাহলে কি আমি বলব—ওনাদের পরকীয়া প্রেম চলছে। নিবন্ধন বাতিল করলেন, বেআইনি ঘোষণা করলেন না। তার অর্থ আওয়ামী লীগ তলে তলে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করে। সে জন্য বাতিল (নিবন্ধন) করে না। তাই আজকে থেকে আওয়ামী-জামায়াত হবে। বিএনপি-জামায়াত আর হবে না।’
এদিকে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেলের সামনে সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু ধানমন্ডি থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ একই স্থানে কর্মসূচি ঘোষণা করে। সংঘর্ষের আশঙ্কায় দুই দলকেই সমাবেশ না করার জন্য মৌখিক নিষেধাজ্ঞা দেয় পুলিশ।
পরে বিএনপির পক্ষ থেকে সমাবেশস্থল পরিবর্তন করে আজ সোমবার দুপুরে হাজারীবাগের সিকদার মেডিকেল কলেজের সামনে সমাবেশ শুরু হলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জড়ো হয়। এ সময় উভয় দল সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
১০ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৬ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
২০ ঘণ্টা আগে