নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগের শর্তেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) ছোট ভাই আমাদের কাছে আবেদন করেছিলেন। তিনি যে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন এবং চিকিৎসা করাচ্ছেন, সেই সময়টা বর্ধিত করার জন্য আবেদন করেছিলেন। সেটা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষার পর আমরা একই শর্তে চতুর্থবারের মতো অনুমোদন দিয়েছি। সাজা স্থগিত রেখে ছয় মাসের জন্য তিনি মুক্ত থাকবেন।’
কামাল বলেন, খালেদা জিয়া কারাগারে সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়। চতুর্থবারের মতো সেই সুযোগ দেওয়া হলো। তিনি যেভাবে চিকিৎসা নিচ্ছেন, সেভাবে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ছয় মাসের জন্য সাজা স্থগিত করা হয়েছে।
খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁর স্থায়ী মুক্তির বিষয়ে আবেদন করা হয়েছিল—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা করতে হলে তো আদালতে যেতে হবে। আমাদের এখানে যেটা করার আমরা সেটা করেছি।
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে দেশে চিকিৎসা নেওয়া ও বিদেশ না যাওয়ার শর্তে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ সেপ্টেম্বর খালেদার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হবে।
দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। খালেদার মুক্তি নয়, সাজার মেয়াদ আরও ছয় মাস স্থগিতের বিষয়ে গত ৭ সেপ্টেম্বর মতামত দেয় আইন মন্ত্রণালয়। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হলো।
আগের শর্তেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) ছোট ভাই আমাদের কাছে আবেদন করেছিলেন। তিনি যে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন এবং চিকিৎসা করাচ্ছেন, সেই সময়টা বর্ধিত করার জন্য আবেদন করেছিলেন। সেটা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষার পর আমরা একই শর্তে চতুর্থবারের মতো অনুমোদন দিয়েছি। সাজা স্থগিত রেখে ছয় মাসের জন্য তিনি মুক্ত থাকবেন।’
কামাল বলেন, খালেদা জিয়া কারাগারে সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়। চতুর্থবারের মতো সেই সুযোগ দেওয়া হলো। তিনি যেভাবে চিকিৎসা নিচ্ছেন, সেভাবে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ছয় মাসের জন্য সাজা স্থগিত করা হয়েছে।
খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁর স্থায়ী মুক্তির বিষয়ে আবেদন করা হয়েছিল—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা করতে হলে তো আদালতে যেতে হবে। আমাদের এখানে যেটা করার আমরা সেটা করেছি।
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে দেশে চিকিৎসা নেওয়া ও বিদেশ না যাওয়ার শর্তে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ সেপ্টেম্বর খালেদার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হবে।
দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। খালেদার মুক্তি নয়, সাজার মেয়াদ আরও ছয় মাস স্থগিতের বিষয়ে গত ৭ সেপ্টেম্বর মতামত দেয় আইন মন্ত্রণালয়। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হলো।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধানের দাবি আবার জানাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, তাদের এসব দাবি আদায় না হলে সে নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
৭ মিনিট আগেজুলাই জাতীয় সনদ শহীদদের রক্তস্নাত। ছাত্র-জনতা দেশের মৌলিক সংস্কারের জন্য জীবন দিয়েছে। এ কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা এবং একে আইনগত ভিত্তি দেওয়া দরকার। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ শনিবার বিকেলে ‘জুলাই সনদ: আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা
৩১ মিনিট আগেপাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সরকারি সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর বাসভবন ফিরোজায় যাবেন। আগামীকাল রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে তাঁর যাওয়ার কথা রয়েছে।
২ ঘণ্টা আগেবিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনে প্রথমে এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর জামায়াতে ইসলামী এবং সন্ধ্যায় বিএনপির প্রতিনি
৪ ঘণ্টা আগে