Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৬
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল আরও ৬ মাস

আগের শর্তেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) ছোট ভাই আমাদের কাছে আবেদন করেছিলেন। তিনি যে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন এবং চিকিৎসা করাচ্ছেন, সেই সময়টা বর্ধিত করার জন্য আবেদন করেছিলেন। সেটা যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষার পর আমরা একই শর্তে চতুর্থবারের মতো অনুমোদন দিয়েছি। সাজা স্থগিত রেখে ছয় মাসের জন্য তিনি মুক্ত থাকবেন।’

কামাল বলেন, খালেদা জিয়া কারাগারে সাজা ভোগ করছিলেন, সেটা স্থগিত রেখে নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়। চতুর্থবারের মতো সেই সুযোগ দেওয়া হলো। তিনি যেভাবে চিকিৎসা নিচ্ছেন, সেভাবে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ছয় মাসের জন্য সাজা স্থগিত করা হয়েছে।

খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁর স্থায়ী মুক্তির বিষয়ে আবেদন করা হয়েছিল—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা করতে হলে তো আদালতে যেতে হবে। আমাদের এখানে যেটা করার আমরা সেটা করেছি।

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে গত বছরের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে দেশে চিকিৎসা নেওয়া ও বিদেশ না যাওয়ার শর্তে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ সেপ্টেম্বর খালেদার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হবে। 

দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগেই উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি চেয়ে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। খালেদার মুক্তি নয়, সাজার মেয়াদ আরও ছয় মাস স্থগিতের বিষয়ে গত ৭ সেপ্টেম্বর মতামত দেয় আইন মন্ত্রণালয়। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হলো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত