নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দারকে বদলি করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছেন এই জেলার জাতীয় পার্টি মনোনীত ছয়জন সংসদ সদস্য পদপ্রার্থী। আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একসঙ্গে এসে তাঁরা পৃথকভাবে ইসিতে ছয়টি চিঠি জমা দেন।
এসপির বদলি চেয়ে চিঠি দেওয়া জাপা প্রার্থীরা হলেন—যশোর-১ আসনের মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনের ফিরোজ শাহ, যশোর-৩ আসনের মো. মাহবুব আলম, যশোর-৪ আসনের মো. জহুরুল হক, যশোর-৫ আসনের এম এ হালিম এবং যশোর-৬ আসনের জি এম হাসান। তাঁদের প্রত্যেকের চিঠির ভাষা একই।
সিইসিকে দেওয়া যশোর-৫ আসনে জাপা প্রার্থী এম এ হালিমের লেখা চিঠিতে বলা হয়েছে, প্রলয় কুমার জোয়ার্দার প্রায় তিন বছর ধরে যশোর জেলায় কর্মরত আছেন। তিনি নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হলেও তাঁর শ্বশুরবাড়ি মনিরামপুর উপজেলায়। আত্মীয়তার কারণে প্রলয় কুমার মনিরামপুর উপজেলাসহ সারা যশোরের বহু মানুষের সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া তিনি মনিরামপুরের বর্তমান সংসদ সদস্য, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ‘জামাই’ হিসেবে সুপরিচিত, যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করবে। স্বপন ভট্টাচার্য্যের সঙ্গে প্রলয় জোয়ার্দারের গভীর সম্পর্ক থাকার কারণে যশোর-৫ (মনিরামপুর) আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
চিঠিতে আরও বলা হয়েছে, ইতিমধ্যে এসপি প্রলয় জোয়ার্দারের নির্দেশে মনিরামপুর থানার কর্মরত এসআই ও এএসআইয়েরা প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দারকে বদলি করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছেন এই জেলার জাতীয় পার্টি মনোনীত ছয়জন সংসদ সদস্য পদপ্রার্থী। আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একসঙ্গে এসে তাঁরা পৃথকভাবে ইসিতে ছয়টি চিঠি জমা দেন।
এসপির বদলি চেয়ে চিঠি দেওয়া জাপা প্রার্থীরা হলেন—যশোর-১ আসনের মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনের ফিরোজ শাহ, যশোর-৩ আসনের মো. মাহবুব আলম, যশোর-৪ আসনের মো. জহুরুল হক, যশোর-৫ আসনের এম এ হালিম এবং যশোর-৬ আসনের জি এম হাসান। তাঁদের প্রত্যেকের চিঠির ভাষা একই।
সিইসিকে দেওয়া যশোর-৫ আসনে জাপা প্রার্থী এম এ হালিমের লেখা চিঠিতে বলা হয়েছে, প্রলয় কুমার জোয়ার্দার প্রায় তিন বছর ধরে যশোর জেলায় কর্মরত আছেন। তিনি নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হলেও তাঁর শ্বশুরবাড়ি মনিরামপুর উপজেলায়। আত্মীয়তার কারণে প্রলয় কুমার মনিরামপুর উপজেলাসহ সারা যশোরের বহু মানুষের সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া তিনি মনিরামপুরের বর্তমান সংসদ সদস্য, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের ‘জামাই’ হিসেবে সুপরিচিত, যা আসন্ন নির্বাচনকে প্রভাবিত করবে। স্বপন ভট্টাচার্য্যের সঙ্গে প্রলয় জোয়ার্দারের গভীর সম্পর্ক থাকার কারণে যশোর-৫ (মনিরামপুর) আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
চিঠিতে আরও বলা হয়েছে, ইতিমধ্যে এসপি প্রলয় জোয়ার্দারের নির্দেশে মনিরামপুর থানার কর্মরত এসআই ও এএসআইয়েরা প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
প্রস্তাবে পাঠ্যক্রম, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থাপনা, উচ্চশিক্ষা, ছাত্র সংসদ, মাদ্রাসা শিক্ষা, দক্ষতা, মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং বিবিধ বিষয়ে মোট ৩০ দফা দাবি তুলে ধরা হয়।
১৩ ঘণ্টা আগেশামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ইসির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। একটি দ্বন্দ্বময়, রাজনৈতিক টালমাটাল সময় পার করছে বাংলাদেশ। আশা করি, এর মধ্যেই কমিশন নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে।’
১৪ ঘণ্টা আগেবিভিন্ন দপ্তরে দায়িত্ব পাওয়া ছাত্র প্রতিনিধিদের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতিতে জড়িয়ে পড়া দায় প্রধান উপদেষ্টার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় রাশেদ এ মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট)। দিনটিতে রাজধানীসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে।
১৭ ঘণ্টা আগে