Ajker Patrika

বিদেশে অপপ্রচার চালানোর টাকা কোথায় পায় বিএনপি, তদন্ত চান তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৭: ২৮
বিদেশে অপপ্রচার চালানোর টাকা কোথায় পায় বিএনপি, তদন্ত চান তথ্যমন্ত্রী

দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপি লাখ লাখ ডলার ব্যয় করছে। কিন্তু নির্বাচন কমিশনে দাখিল করা দলটির আয়-ব্যয়ের হিসাবে এই খরচের খতিয়ান নেই। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি তদন্ত করতে পারে। এ ছাড়া নির্বাচন কমিশন ও ট্যাক্স অফিসে তাদের তলব করা উচিত বলে মত দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

সমসাময়িক বিষয় নিয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বিভিন্ন নামে ১২টিরও বেশি লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে। এ ক্ষেত্রে তারা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে। এই যে লাখ লাখ ডলার বিএনপি তাদের পেছনে ব্যয় করছে, নির্বাচন কমিশনের যে আয়-ব্যয়ের হিসাব তাতে তো এই হিসাব দেয়নি। নির্বাচন কমিশনের উচিত তাদের তলব করে এই টাকা কীভাবে খরচ করেছে তা জানতে চাওয়া। নির্বাচন কমিশন এবং ট্যাক্স অফিসেও তাদের তলব করা উচিত। এই লাখ লাখ ডলার কোথা থেকে আসে, সেটিরও তদন্ত হওয়া প্রয়োজন। আমি মনে করি এখানে দুদকের কিছু ভূমিকা রাখা উচিত।’ 

বিএনপি যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার প্রমাণ সরকারের হাতে রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের কি এই দেশে রাজনীতি করার অধিকার আছে? তারা জনগণকে বিশ্বাস করে না। তারা মনে করছে প্রোপাগান্ডা চালালে কেউ তাদের কোলে করে এনে ক্ষমতায় বসিয়ে দেবে। বিদেশে প্রোপাগান্ডা করে যেভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে, সেটির বিরুদ্ধে সরকারের বিভিন্ন ম্যাকানিজম কাজ করছে। পররাষ্ট্র দপ্তরসহ সরকারের অন্য ম্যাকানিজমগুলো কাজ করছে।’ 

হাছান মাহমুদ দাবি করেন, বিএনপি লবিস্ট ফার্ম নিয়োগ করে যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি রুখে দেওয়া এবং রপ্তানি বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে তারা এই কাজ করছে। 

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া কয়েক বছর আগে ওয়াশিংটন টাইমসে নিজের নামে নিবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বন্ধ করার জন্য লিখেছিলেন। একটি রাজনৈতিক দলের নেত্রী কীভাবে একটি বিদেশি পত্রিকায় নিবন্ধ লিখে বলেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাতে কোনো আমদানি না করে? এভাবে লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে তাঁরা প্রোপাগান্ডা চালাচ্ছেন।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত