Ajker Patrika

হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেলেন সাদিক-সালাম, ব্যর্থ এনামুল-শামীম-শাম্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২১: ২৮
হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেলেন সাদিক-সালাম, ব্যর্থ এনামুল-শামীম-শাম্মী

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে দুজন প্রার্থিতা ফিরে পেলেও মনোরথ ভেঙে ফিরতে হয়েছে তিনজনকে। প্রার্থিতা ফিরে পেয়েছেন বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং ময়মনসিংহ-৯ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া যশোর-৪ আসনে এনামুল হক, ফরিদপুর-৩ আসনে শামীম হক ও বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ প্রার্থিতা ফিরে পাননি।

জানা গেছে, দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে শাম্মী আহমেদ, সাদিক আবদুল্লাহ, শামীম হকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। আর আব্দুস সালাম ও এনামুল হকের প্রার্থিতা বাতিল করা হয়েছিল ঋণখেলাপির অভিযোগে। পরে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন প্রার্থীরা।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) এসব রিটে প্রাথমিক শুনানির পর হাইকোর্টের আলাদা দুটি বেঞ্চ চারটি রিটে পৃথক আদেশ দেন। আদালতে শামীম হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সাঈদ রাজা ও শাহ মঞ্জুরুল হক।

শাম্মী আহমেদ ও এনামুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আব্দুস সালামের পক্ষে শুনানি করেন প্রবীর নিয়োগী ও মতিউর রহমান ভূঁইয়া। আর সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। এনামুল হক, শামীম হক ও শাম্মী আহমেদের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগে আবেদন করা হবে বলে গণমাধ্যমকে জানান আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত