Ajker Patrika

ধর্মনিরপেক্ষতার কথা বললেও আ. লীগ ধর্মবিমুখ দল: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্মনিরপেক্ষতার কথা বললেও আ. লীগ ধর্মবিমুখ দল: এবি পার্টি

আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও তারা মূলত ধর্মবিমুখ দল। তাদের আসল আদর্শ হলো ধর্ম বিমুখতা। আজ বুধবার বিকেলে বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয়-৭১ চত্বরে গণ-ইফতার কর্মসূচির দ্বিতীয় দিনে এসব কথা বলেছেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। 

মঞ্জু বলেন, ধর্মকে ব্যবহার করে তারা সব সময় ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় আসার পর তারা ধর্মের বিরুদ্ধে খড়গহস্ত হয়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে আওয়ামী লীগ। অন্যায়ভাবে তাদের সম্পত্তি দখলের ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগ নেতারাই দায়ী। 

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ ড. আ. আ. ম আরিফ বিল্লাহ্ বলেন, বাংলাদেশ ইসলামি ইতিহাস ঐতিহ্যের দেশ। এখানে হাজার বছর ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রে ইফতারে শামিল হন। কিন্তু এমন ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছে যারা এখন ইফতার মাহফিল বন্ধেরও হুকুম জারি করছে। 

সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, আমাদের এই গণ ইফতার শুধু খাবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনারা যারা ইফতারে আসছেন তাদের জন্য আমরা চিকিৎসা সেবা নিয়েও পরিকল্পনা করছি। শিগগিরই ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। 

গণ-ইফতারে আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত