Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তির দাবি আদায় করতে হবে: বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৫: ৪৪
খালেদা জিয়ার মুক্তির দাবি আদায় করতে হবে: বিএনপি মহাসচিব

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দাবি আদায়ের আহ্বানও জানান তিনি। 

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমবায় দলের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তাঁর মুক্তির দাবি জনগণেরই দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।’ 

গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। বুধবার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব।  

চিকিৎসকদের বরাত দিয়ে অনুষ্ঠানে ফখরুল বলেন, `মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত। চিকিৎসকেরা মনে করছেন, বিএনপির চেয়ারপারসনের অনেকগুলো অসুখ আছে। এই অসুখগুলোর যে সামগ্রিক চিকিৎসা, সেই চিকিৎসার জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টার দরকার, যেটা এখানে সম্ভব নয়। যে কারণে বারবার আমরা বলছি, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি।' 

বর্তমান সরকার খালেদা জিয়াকে প্রতিহিংসামূলক মামলা দিয়ে জোর করে আটকে রেখেছে—এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের খুব পরিষ্কার কথা। তাঁর (খালেদা) যেটা প্রাপ্য, জামিনটা তাঁর প্রাপ্য। এই মামলায় তাঁর জামিন অবশ্যই প্রাপ্য। তাঁকে জামিন দিতে হবে এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।’ 

এর আগে করোনায় আক্রান্ত হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। প্রায় দুই মাস পরে গত ১৯ জুন তাঁকে হাসপাতাল থেকে গুলশানের বাসায় আনা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত