Ajker Patrika

ঢামেকে দালাল চক্রের সংঘর্ষের ঘটনায় ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাবি সংবাদদাতা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৯: ০৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে বেসরকারি হাসপাতালের আইসিইউতে রোগী ভাগিয়ে নেওয়া এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শাহাদাতকে বহিষ্কারের কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

জানা যায়, বহিষ্কৃত শাহাদাত হোসেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে রোগী নিয়ে বেসরকারি হাসপাতালে পাঠাতেন। এ কাজে তাঁর নিজস্ব একটি সিন্ডিকেট রয়েছে। গতকাল বুধবার রাতে প্রতিদ্বন্দ্বী দালাল চক্রের সঙ্গে রোগী ভাগিয়ে নেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা মেডিকেল সিসিটিভির আওতাধীন। সেগুলো চেক করে আমার অপরাধ থাকলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন। যে সাংবাদিক এ ঘটনার পেছনে কলকাঠি নেড়েছে, সে ফ্যাসিবাদের দোসর। সে আমার কাছ থেকে টাকা চেয়েছে। আমাকে বলেছে, “ব্যবসা-বাণিজ্য তো করেন, আসেন সেটিং দিই।”’

তিনি বলেন, ’রোগী আদান-প্রদানের নিয়ে ব্যবসা-বাণিজ্য করি, এটা সত্য। রোগী আদান-প্রদান অপরাধ না। ঢাকা মেডিকেলে আইসিইউর পরিমাণ সীমিত। সেখানে বিভিন্ন মেডিকেল মার্কেটিংয়ের জন্য প্রতিনিধি রাখে। এ মার্কেটিং মেডিকেলে কর্তৃপক্ষের কাছেও অবৈধ কিছু না।’

এসব ব্যবসা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়, এ বিষয়টিও সত্য বলে স্বীকার করেন তিনি। তিনি বলেন, ’আমি চাইছিলাম ব্যবসা-বাণিজ্য করি। কিন্তু তারা (প্রতিদ্বন্দ্বীরা) আমাকে ব্যবসা করতে দেবে না। উল্টো সংঘর্ষে মারল, আমার লোকদের গালিগালাজ করল। তারপর আমাকেই দল থেকে বহিষ্কার করল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত