নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালায়। সেই তাণ্ডবের আট বছর কেটে গেলেও তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে বলে পুলিশের পক্ষে থেকে জানানো হচ্ছে।
গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। হরতালসহ হেফাজতের তাণ্ডবের এ সময় ১৭ জন মারা যান। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত। সহিংসতার ঘটনায় পুলিশ ও সাধারণ মানুষ বাদী হয়ে সারাদেশে হেফাজতের নেতা–কর্মীদের বিরুদ্ধে ১৪৪টি মামলা দায়ের করে। মামলায় এজাহারে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৩ হাজার ২০০ জনকে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় ৮০ হাজার।
এরই মধ্যে এই সংগঠনের কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ৩৫ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করে এই অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল আলোচিত মামুনুল হক গ্রেপ্তার হন।
২০১৩ সালের ৫মে হেফাজতের তাণ্ডবের মামলার তদন্ত ধীরে চললেও যুতসই তদন্ত হচ্ছে বলে দাবি করছে পুলিশ। এ বিষয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘আমরা চাইনি কোনো নিরাপরাধ ব্যক্তি শাস্তি ভোগ করুক। তাই তথ্য যাচাই-বাছাই করে, স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মামলাটি তদন্ত করছি। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করা হবে।’
হেফাজত নিয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হেফাজতের পুরনো মামলাগুলো গুছিয়ে এনেছি। নতুন মামলাগুলোর কয়েকটি সিআইডি ও পিবিআই তদন্ত করছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে মামলারগুলোর তদন্ত শেষ করতে পারবো।’
ঢাকা: ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালায়। সেই তাণ্ডবের আট বছর কেটে গেলেও তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে বলে পুলিশের পক্ষে থেকে জানানো হচ্ছে।
গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। হরতালসহ হেফাজতের তাণ্ডবের এ সময় ১৭ জন মারা যান। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত। সহিংসতার ঘটনায় পুলিশ ও সাধারণ মানুষ বাদী হয়ে সারাদেশে হেফাজতের নেতা–কর্মীদের বিরুদ্ধে ১৪৪টি মামলা দায়ের করে। মামলায় এজাহারে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৩ হাজার ২০০ জনকে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় ৮০ হাজার।
এরই মধ্যে এই সংগঠনের কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ৩৫ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ এপ্রিল হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করে এই অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ১৮ এপ্রিল আলোচিত মামুনুল হক গ্রেপ্তার হন।
২০১৩ সালের ৫মে হেফাজতের তাণ্ডবের মামলার তদন্ত ধীরে চললেও যুতসই তদন্ত হচ্ছে বলে দাবি করছে পুলিশ। এ বিষয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘আমরা চাইনি কোনো নিরাপরাধ ব্যক্তি শাস্তি ভোগ করুক। তাই তথ্য যাচাই-বাছাই করে, স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মামলাটি তদন্ত করছি। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করা হবে।’
হেফাজত নিয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা হেফাজতের পুরনো মামলাগুলো গুছিয়ে এনেছি। নতুন মামলাগুলোর কয়েকটি সিআইডি ও পিবিআই তদন্ত করছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে মামলারগুলোর তদন্ত শেষ করতে পারবো।’
বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি পরিবর্তন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজন নেই বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনের পক্ষে দলটি। অন্যদিকে সংবিধান সংস্কার-সংক্রান্ত সব প্রস্তাব বাস্তবায়ন নির্বাচিত সংসদের মাধ্যমে করার
৩ ঘণ্টা আগেচিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী একজন আজীবন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি যত দিন বেঁচে ছিলেন, এ দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সব সময় কাজ করেছেন। ফ্যাসিবাদী আমলেও তিনি সবাইকে একত্র করার চেষ্টা করেছেন। তবে ফ্যাসিস্টের পতন তিনি দেখে যেতে পারেননি।
৫ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সঙ্গে থাকা সংশ্লিষ্টরা। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপ
৬ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে আওয়ামী লীগকেও স্থায়ীভাবে নিষিদ্ধ করার এবং দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবি জানায় জুলাই ঐক্য। এ ছাড়া আওয়ামী লীগের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনও নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
৯ ঘণ্টা আগে