Ajker Patrika

আর কোনো বিনা ভোটের নির্বাচন হতে দেওয়া হবে না: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর কোনো বিনা ভোটের নির্বাচন হতে দেওয়া হবে না: সেলিমা রহমান

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে এই সরকারের অধীনে আর কোনো বিনা ভোটের নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, এই স্বৈরাচার সরকার দেশের জনগণের ওপর জুলুম নির্যাতন করে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করেছে। এ কারণে এই স্বৈরাচার সরকারের অধীনে আর কখনো বিনা ভোটের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে ওয়াসার পানির মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, ছাত্র দলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সেলিমা রহমান বলেন, ‘কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাত থেকে আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট করেছে। এই অবৈধ সরকারের কোনো জবাবদিহি নেই। কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। তাই তারা জনগণের টাকা দুর্নীতি ও লুটপাট করে বিদেশে পাচার করছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটাতে হবে।’

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘লোডশেডিং এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ যখন দিশেহারা তখন এই সরকার আবার নতুন করে পানির দাম বৃদ্ধি করেছে। পানি, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্য মূলের ঊর্ধ্বগতির কারণে দেশের প্রতিটি মানুষ আজ ভুক্তভোগী। জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। তাই তারা নির্লজ্জের মতো দেশ পরিচালনা করছে এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

সমাবেশে যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান বলেন, ‘এই স্বৈরাচার সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করেছে। তাদের বিচার এই বাংলাদেশেই একদিন হবে।’

ছাত্র দলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, ‘বর্তমান সরকার জনগণের স্বার্থের কথা চিন্তা না করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। রাজপথে দুর্বার আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।’

সভাপতির বক্তব্যে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত