Ajker Patrika

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা হবে না: আমিনুল হক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৫: ২৫
ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা, জুলুম-নির্যাতন হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরবেন। আপনারা কোনো হামলা-মামলার শিকার হবেন না। আমরা আর অপরাজনীতি দেখতে চাই না। গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনে শুধু রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ রাজপথে ছিলেন না, সাংবাদিকেরাও এই লড়াইয়ে ছিলেন। গত ১৭ বছর সাহসিকতার সঙ্গে রাজপথে থেকে নিউজ সংগ্রহ করেছেন, একইভাবে আগামী দিনেও থাকবেন।’

তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকার নানা কায়দায় গণমাধ্যমের ওপর প্রভাব বিস্তার করেছিল। মসজিদের ইমামকেও নির্ধারণ করে দেওয়া হয়েছিল; সে কী পড়বে, কী পড়বে না। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই; স্বাধীন গণমাধ্যম সত্য, বস্তুনিষ্ঠ তথ্য জাতির সামনে তুলে ধরবে। এর জন্য ভবিষ্যতে আর কখনোই হামলা-মামলা, জুলুম-নির্যাতনের শিকার হতে হবে না।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, জামান এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, দপ্তর সম্পাদক এ বি এম এ আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ডিআরইউয়ের সাবেক সভাপতি মুরসালিন নোমানীসহ আরও অনেকে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত