Ajker Patrika

বিএনপির কিছু নেতা আ.লীগে যোগ দিতে যোগাযোগ করছেন : কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৭: ০৮
বিএনপির কিছু নেতা আ.লীগে যোগ দিতে যোগাযোগ করছেন : কাদের

বিএনপির সকল পর্যায়ের কিছু নেতা আওয়ামী লীগে যোগদানের জন্য যোগাযোগ করছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার জাতীয় সংসদ ভবন এলাকার বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপিতে কোনো সংকট নেই দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলীয় নেতৃত্ব নিয়ে ঘটা করে সংকট নেই বলার মাঝেই মনে হচ্ছে ‘ডাল মে কুচ কালা হ্যায়’।

বিএনপি নিজেরাই ষড়যন্ত্রকারী বলে সর্বত্রই ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে এক–এগারো ঘটানোর যে রঙিন খোয়াব দেখছে, তা দুঃস্বপ্নমাত্র।

দেশে এক–এগারোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে বিএনপির নেতাদের অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে তা বিএনপিই করছে। বিএনপির একগুঁয়েমি এবং সোয়া এক কোটির বেশি ভুয়া ভোটার সৃষ্টি করে, দলীয় লোক বিচারপতি আজিজকে দিয়ে নির্বাচনের নামে প্রহসনের অপচেষ্টা এক–এগারোর অন্যতম প্রধান কাজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী করোনার টিকা দেশে আসতে শুরু করেছে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ইতিমধ্যেই ২৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে, আরও টিকা কয়েক দিনের মধ্যে আসবে।

সংবাদ সম্মেলনে জনগণকে টিকা গ্রহণের পাশাপাশি সংক্রমণের উচ্চহার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং চলমান লকডাউনে জনগণকে নিজ ঘরে অবস্থানের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গত দুই দিনের লকডাউনে যাঁরা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছেন, স্বাস্থ্যবিধি মেনে চলেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত