Ajker Patrika

বিরোধীদের ওপর হামলা বন্ধের দাবি গণ অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৮: ৪৪
বিরোধীদের ওপর হামলা বন্ধের দাবি গণ অধিকার পরিষদের

বিএনপি ও সমমনাসহ বিরোধীদের ওপর হামলা বন্ধ এবং আজকের কর্মসূচিতে আটককৃতদের ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের (রেজা) নেতারা। 

আজ শনিবার রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত পথসভায় এ দাবি জানান তাঁরা। 

গণ অধিকার পরিষদের নেতা (ভারপ্রাপ্ত সদস্যসচিব) ফারুক হাসান বলেন, ‘আজকে বিরোধী নেতা-কর্মীদের ওপর পুলিশ যেভাবে হামলা চালিয়েছে, তাতে মনে হয়েছে পুলিশ নয়, ছাত্রলীগ পুলিশের পোশাক পরে হামলা চালিয়েছে। অনেককে আটক করেছে। এভাবে হামলা-নির্যাতন করে আর ক্ষমতায় থাকা যাবে না।’

ফারুক হাসান বলেন, ‘বিরোধীদের ওপর হামলা-নির্যাতন বন্ধ করে অবিলম্বে অন্তর্বর্তী সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন আমরা চাই না। আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তাই এই সরকারের এখন বোধোদয় হওয়া উচিত।’

পথসভায় আরও বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, অধ্যাপক মাহবুব হোসেনসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত