Ajker Patrika

বিএনপি একটি সাম্প্রদায়িক তালেবান চক্র: ইনু 

বরিশাল প্রতিনিধি
বিএনপি একটি সাম্প্রদায়িক তালেবান চক্র: ইনু 

‘বাংলাদেশ এই মুহূর্তে দুটি বিপদের সম্মুখীন। একটি হচ্ছে গণতন্ত্রের মুখোশ পড়া বিএনপি। আসলে এটি একটি সাম্প্রদায়িক তালেবান চক্র। আর একটি বিপদ হচ্ছে সিন্ডিকেটের কারসাজিতে বাজারে অস্থিরতা, যা দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে এই দুই বিপদকে দমন করতে হবে।’ 

আজ শনিবার বরিশাল নগরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। 

এ সময় ইনু বলেন, ‘এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে বড় হুমকি হচ্ছে বিএনপি, জামাত, হেফাজত। যারা জনগণের জীবনকে পুঁজি করে ঘোলা পানিতে ক্ষমতা দখলের পাঁয়তারায় লিপ্ত আছে।’ 

জাসদের সভাপতি আরও বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধি দল যে মানবাধিকার রক্ষার কথা বলেছে সরকারও সে পক্ষে। এসব বিষয় পুঁজি করে যারা সরকার অদলবদলের স্বপ্ন দেখছেন তারা বোকার স্বর্গে বাস করছে।’ 

বরিশাল জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই মাহাবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, কেন্দ্রীয় সদস্য হাসানুল কবির বাদল, জাসদ জেলা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত