Ajker Patrika

মদসহ আটক সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি  

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)
আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৫: ৫৬
মদসহ আটক সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি  

দলীয় আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশারকে তাঁর দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হরিরামপুর উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশারকে তাঁর দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো এবং তদন্ত সাপেক্ষে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট সুপারিশ করা হলো। 

প্রসঙ্গত, হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর এলাকা থেকে ছাত্রলীগ নেতা আবুল বাশারকে ৫ লিটার দেশি মদ ও তৈরির ২০ লিটার উপকরণসহ মঙ্গলবার বিকেলে হরিরামপুর থানা-পুলিশ আটক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত