নিজস্ব প্রতিবেদক
ঢাকা: নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর সন্ধান চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ৬ দিন পার হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।
১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে তিন সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে নিখোঁজ আদনানের সন্ধান দাবি করেছেন তাঁর স্ত্রী।
বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আদনানের স্ত্রী-পরিবার প্রধানমন্ত্রীর দপ্তর, থানা-পুলিশ, র্যাবসহ বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ-উদ্বেগ ও রহস্যজনক।
বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বীবিরোধী রাজনৈতিক নেতা–কর্মী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্তচিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। তাঁরাও গুমের শিকার হলেন কি না, সেই প্রশ্ন উঠেছে।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবনযাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নেই। সবকিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
ঢাকা: নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর সন্ধান চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ৬ দিন পার হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।
১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে তিন সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে নিখোঁজ আদনানের সন্ধান দাবি করেছেন তাঁর স্ত্রী।
বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আদনানের স্ত্রী-পরিবার প্রধানমন্ত্রীর দপ্তর, থানা-পুলিশ, র্যাবসহ বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ-উদ্বেগ ও রহস্যজনক।
বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বীবিরোধী রাজনৈতিক নেতা–কর্মী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্তচিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। তাঁরাও গুমের শিকার হলেন কি না, সেই প্রশ্ন উঠেছে।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবনযাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নেই। সবকিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গুলশান-২-এ তাঁর বাসভবন পর্যন্ত সড়ক-মহাসড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ তাঁকে স্বাগত জানান।
৩৩ মিনিট আগেদ্বিকক্ষ সংসদের উচ্চকক্ষে ১০০ জনের মধ্যে ৫০ শতাংশ সিভিল সোসাইটি এবং ৫০ শতাংশ রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে আসবে—এমন প্রস্তাবের বিরোধিতা করেছে নাগরিক ঐক্য। দলটি বলছে, সিভিল সোসাইটির প্রতিনিধিরাও রাজনৈতিক দলগুলোর মনোনয়নের ভিত্তিতে উচ্চকক্ষের সদস্য হিসেবে নির্বাচিত হবেন, এতে সিভিল সোসাইটির নিরপেক্ষতা
১ ঘণ্টা আগেসংস্কার কতটুকু হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, সংস্কারকে অনিশ্চয়তার মুখে ফেলা হচ্ছে। সে জায়গায় আমরা মৌলিক সংস্কারের রূপরেখা ঐক্যমত কমিশনে জমা দিয়েছি। বাংলাদেশ রাষ্ট্রটিকে ফ্যাসিবাদী...
১৭ ঘণ্টা আগেহাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডিতে বাবার বাড়িতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। ১৭ বছর পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ‘মাহবুব ভবন’-এ প্রবেশ করেন তিনি।
১৭ ঘণ্টা আগে