Ajker Patrika

আবু ত্ব-হা’র সন্ধান চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ জুন ২০২১, ২০: ৩৩
আবু ত্ব-হা’র সন্ধান চায় বিএনপি

ঢাকা: নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর সন্ধান চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, নিখোঁজ হওয়ার ৬ দিন পার হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।

১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে তিন সঙ্গী আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে নিখোঁজ আদনানের সন্ধান দাবি করেছেন তাঁর স্ত্রী।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আদনানের স্ত্রী-পরিবার প্রধানমন্ত্রীর দপ্তর, থানা-পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ-উদ্বেগ ও রহস্যজনক।

বিগত ১২ বছরে বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বীবিরোধী রাজনৈতিক নেতা–কর্মী, মানবাধিকারকর্মী, সাংবাদিক, লেখক, ব্লগার, ব্যবসায়ী, মুক্তচিন্তার মানুষ, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের গুম হওয়ার প্রেক্ষাপটে বিশিষ্ট ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তাঁর তিন সঙ্গীর নিখোঁজ হওয়ায় জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। তাঁরাও গুমের শিকার হলেন কি না, সেই প্রশ্ন উঠেছে।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবনযাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নেই। সবকিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত