Ajker Patrika

হেফাজতের সাবেক সহকারী প্রচার সম্পাদক গ্রেপ্তার

প্রতিনিধি
হেফাজতের সাবেক সহকারী প্রচার সম্পাদক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটি সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় চালানো তাণ্ডবের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফেনী জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেপ্তার করে। মাওলানা গাজী ইয়াকুব ওসমানী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামবাড়ির মৃত আবু ইউসুফের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের প্রতিটি ঘটনায় মাওলানা ইয়াকুব ওসমানীর ইন্ধন ছিল। ব্রাহ্মণবাড়িয়ায় চলা তাণ্ডবেও ইন্ধন দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তাঁরা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ ও আখাউড়া রেলওয়ে থানায় ৫৬টি মামলা দায়ের করেছে পুলিশ ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত