নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণমিছিলের কর্মসূচিতে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের রক্ত দিয়ে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিয়ে দেশের মানুষকে মুক্ত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়ে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদের গায়েবানা জানাজায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আব্দুর রশিদ সরকার হটানোর ১০ দফা আন্দোলনের প্রথম শহীদ। বাংলাদেশে অতীতে যত আন্দোলন হয়েছে, আন্দোলনে যারা রক্ত দিয়েছে, তাঁদের রক্ত বিফলে যায়নি। আব্দুর রশিদের রক্ত দিয়ে সূচনা হলো যাত্রা, আন্দোলন-সংগ্রামের যাত্রা। এই আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপান্তরের মধ্য দিয়ে দেশের জনগণকে রক্ষা করবে।’
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্য আমাদের এই গায়ের জোরের সরকার মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস করে দিয়েছে। গত ১৪ বছরে এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে ছয়শর বেশি মানুষকে গুম করেছে। এক হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাদের ৩৭ লাখ নেতা-কর্মীর নামে মামলা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ এমন কোনো নেতা-কর্মী নাই, যারা মামলার শিকার হননি। এত নির্যাতন করেও বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করতে পারেনি। দিন দিন আরও সরব হচ্ছে, আরও শক্তিশালী হচ্ছে। বিগত ১০ বিভাগীয় গণসমাবেশে জনগণ তা প্রমাণ করেছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘যতই নির্যাতন করুক, যতই হামলা-মামলা করুক, এবার জনগণ যেভাবে রাস্তায় নেমেছে, এই জনগণকে আর কোনো দিন কেউ দাবিয়ে রাখতে পারবে না।’
এর আগে গতকাল শনিবার পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ-বিএনপি সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিনের মৃত্যু হয়। তিনি জেলার বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু দাবি করেন, পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়লে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাঠির আঘাতে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের মৃত্যু হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
পঞ্চগড় সদর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তৌহিদ আহমেদ বলেন, ‘আব্দুর রশিদ নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের আগে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাচ্ছে না।’
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি পুলিশের আঘাতে মারা যাননি। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অসুস্থ ছিলেন এ কথা তাঁর পরিবারের সদস্যরাও জানিয়েছে। তবে বিতর্ক এড়াতে তাঁর মরদেহের ময়নাতদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
গণমিছিলের কর্মসূচিতে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের রক্ত দিয়ে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিয়ে দেশের মানুষকে মুক্ত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আজ রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়ে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদের গায়েবানা জানাজায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আব্দুর রশিদ সরকার হটানোর ১০ দফা আন্দোলনের প্রথম শহীদ। বাংলাদেশে অতীতে যত আন্দোলন হয়েছে, আন্দোলনে যারা রক্ত দিয়েছে, তাঁদের রক্ত বিফলে যায়নি। আব্দুর রশিদের রক্ত দিয়ে সূচনা হলো যাত্রা, আন্দোলন-সংগ্রামের যাত্রা। এই আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপান্তরের মধ্য দিয়ে দেশের জনগণকে রক্ষা করবে।’
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিলাম। দুর্ভাগ্য আমাদের এই গায়ের জোরের সরকার মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস করে দিয়েছে। গত ১৪ বছরে এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে ছয়শর বেশি মানুষকে গুম করেছে। এক হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাদের ৩৭ লাখ নেতা-কর্মীর নামে মামলা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ এমন কোনো নেতা-কর্মী নাই, যারা মামলার শিকার হননি। এত নির্যাতন করেও বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করতে পারেনি। দিন দিন আরও সরব হচ্ছে, আরও শক্তিশালী হচ্ছে। বিগত ১০ বিভাগীয় গণসমাবেশে জনগণ তা প্রমাণ করেছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘যতই নির্যাতন করুক, যতই হামলা-মামলা করুক, এবার জনগণ যেভাবে রাস্তায় নেমেছে, এই জনগণকে আর কোনো দিন কেউ দাবিয়ে রাখতে পারবে না।’
এর আগে গতকাল শনিবার পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ-বিএনপি সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিনের মৃত্যু হয়। তিনি জেলার বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু দাবি করেন, পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়লে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাঠির আঘাতে বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের মৃত্যু হয়। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
পঞ্চগড় সদর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তৌহিদ আহমেদ বলেন, ‘আব্দুর রশিদ নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের আগে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাচ্ছে না।’
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি পুলিশের আঘাতে মারা যাননি। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অসুস্থ ছিলেন এ কথা তাঁর পরিবারের সদস্যরাও জানিয়েছে। তবে বিতর্ক এড়াতে তাঁর মরদেহের ময়নাতদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসীরা সরাসরি ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল বলে মনে করেন গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। তাঁরা বলছেন, রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি, অর্থনৈতিক সহায়তা, কূটনৈতিক তৎপরতা ও নৈতিক সমর্থন—প্রতিটি ক্ষেত্রেই
৩৫ মিনিট আগেভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ কিংবা এ দেশের মানুষকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ মন
২ ঘণ্টা আগেশামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার প্রতিশ্রুতি দিয়েছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। তবে সেটি যেন পিছিয়ে মার্চ বা এপ্রিল না হয়। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল। সরকার বলেছে, ফেব্রুয়ারিতে হবে। আমরা মেনে নিয়েছি এবং সহযোগিতা করছি। কিন্তু ফেব্রুয়ারি যেন মার্চ না হয়, এপ্রিল না হয়—এটা
২ ঘণ্টা আগেচোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেবেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।
৩ ঘণ্টা আগে