Ajker Patrika

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে না জানা দুঃখজনক: মুজিবুল হক চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে না জানা দুঃখজনক: মুজিবুল হক চুন্নু

দেশের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ, জাতির পিতা, মুক্তিযুদ্ধকালীন সরকার ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে না জানা খুবই দুঃখজনক বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচি মুজিবুল হক চুন্নু। এর গলদটা বের করে অষ্টম, নবম ও দশম শ্রেণীতে বাধ্যতামূলকভাবে মুক্তিযুদ্ধের ওপর পাঠ্যসূচি রাখার অনুরোধ করেন তিনি।

আজ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মুজিবুল হক চুন্নু। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিলিয়া) গবেষণায় দেখা গেছে, জাতীয় চার নেতার নাম জানে না শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধে কতজন শহীদ ও দেশের প্রথম প্রধানমন্ত্রী সম্পর্কে তারা জানে না। এমনকি মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছে বলেও ধারণা তাদের গবেষণা উদ্ধৃতি দিয়ে চুন্নু বলেন, স্কুলের শিক্ষার্থীরা জাতীয় চার নেতার নাম জানে না, কোনো শিক্ষার্থী একজন শহীদ মুক্তিযোদ্ধারও নাম বলতে পারেনি, তারা স্মৃতিসৌধ ও শহীদ মিনারের মধ্যে পার্থক্য বোঝে না, ৩ নভেম্বর নিয়ে শতভাগ শিক্ষার্থীর ধারণা ভুল, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে তারা তা জানে না, স্বাধীনতাবিরোধীদের সম্পর্কে কিছুই বলতে পারে না।

জরিপের ফল সবাইকে আতঙ্কিত করেছে দাবি করে চুন্নু বলেন, আমরা জাতির পিতা জন্মশতবার্ষিকী পালন করেছি। দেশ স্বাধীন করেছি। এত কিছু করলাম, আমাদের ভবিষ্যত প্রজন্ম এই সম্পর্কে না জানে, কেন জানবে না, আমাদের গলদটা কোথায়? আমাদের ভুলটা কোথায়? শিক্ষা ব্যবস্থায় এই প্রজন্মের যারা তাদের কি আমরা জাতির পিতা, জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধাদের সম্পর্কে শিক্ষা দিতে পারি নাই?

সমস্ত স্কুল আমার মনে হয় বিশেষ করে ইংলিশ মিডিয়ামে মুক্তিযুদ্ধ, জাতির পিতা ও মুক্তিযোদ্ধোদের সম্পর্কে কোন আলোচনা ও শিক্ষা দেওয়া হয় না বলে দাবি করেন জাপার মহাসচিব।

মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন যেন শিক্ষামন্ত্রণালয়কে নির্দেশনা দেন যে সব স্কুলে অষ্টম, নবম ও দশম শ্রেণিতে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করা হয়। বলেন, ‘এটা তাদের শিখাতে হবে। যদি না শেখায়, তাহলে মুক্তিযুদ্ধের আদর্শ আমাদের ভবিষ্যত প্রজন্ম জানবেও না। তারা বুঝেবেও না কিভাবে আমরা দেশটা স্বাধীন করেছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত