নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় নিয়োগ পাওয়া পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে না রাখার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
আজ রোববার সংলাপে নির্বাচন কমিশনকে দেওয়া আওয়ামী লীগের লিখিত প্রস্তাবে এ দাবি জানানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান সংলাপে নির্বাচন কমিশনের সঙ্গে আজ সংলাপে বসে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেলা ৩টায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ইসির সঙ্গে আলোচনায় বসে।
লিখিত প্রস্তাবে আওয়ামী লীগ বলেছে, বিএনপি-জামায়াত জোট সরকার দলীয়করণের অংশ হিসেবে পুলিশসহ বেসামরিক প্রশাসনে ব্যাপকভাবে দলীয় নেতাকর্মীদের নিয়োগ করেছিল। তাদের অনেকেই এখন জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত অথবা দায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষমাণ। এই দলীয় কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে তাদের সব নির্বাচনী দায়িত্বের বাইরে রাখতে হবে।
এ ছাড়া লিখিত প্রস্তাবে যে বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে, তা হলো: কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে ঊর্ধ্বে রেখে সংবিধান ও আইনে প্রদত্ত দায়িত্ব পালনে সক্ষমতা প্রদর্শন এবং নির্বাচনের সময় নির্বাহী বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার দায়িত্বশীলতা।
সংলাপে ভোট কারচুপি এড়াতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিকল্প নেই বলেও মত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ মনে-প্রাণে ইভিএম বিশ্বাস করে। ভোট কারচুপি এড়াতে ইভিএমের বিকল্প নেই। আমরা ৩০০ আসনেই ইভিএম চাই।’
আওয়ামী লীগের এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম নিয়ে একটা সংকট আছে। অধিকাংশ দল ইভিএমের পক্ষে না। সবাই ঐকমত্যে পৌঁছাতে পারছে না। আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।’
এর আগে গত মাসে ইভিএম নিয়ে আলাদা করে মতবিনিময় করেছিল ইসি। সেই আলোচনাতেও আওয়ামী লীগ সব আসনে ইভিএমে ভোট গ্রহণের দাবি জানায়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সংলাপে সভাপতিত্ব করছেন। এ ছাড়া কমিশনের সচিব, অতিরিক্ত সচিব ও অন্য কমিশনাররা এতে উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে গত ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করেছে ইসি। এখন পর্যন্ত আওয়ামী লীগসহ ২৮টি দল ইসির ডাকে সাড়া দিয়েছে। ইসি ও নির্বাচন ব্যবস্থায় অনাস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে এই সংলাপে অংশ নেয়নি বিএনপিসহ নয়টি দল।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় নিয়োগ পাওয়া পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী দায়িত্বে না রাখার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
আজ রোববার সংলাপে নির্বাচন কমিশনকে দেওয়া আওয়ামী লীগের লিখিত প্রস্তাবে এ দাবি জানানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলমান সংলাপে নির্বাচন কমিশনের সঙ্গে আজ সংলাপে বসে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেলা ৩টায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ইসির সঙ্গে আলোচনায় বসে।
লিখিত প্রস্তাবে আওয়ামী লীগ বলেছে, বিএনপি-জামায়াত জোট সরকার দলীয়করণের অংশ হিসেবে পুলিশসহ বেসামরিক প্রশাসনে ব্যাপকভাবে দলীয় নেতাকর্মীদের নিয়োগ করেছিল। তাদের অনেকেই এখন জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত অথবা দায়িত্ব পাওয়ার জন্য অপেক্ষমাণ। এই দলীয় কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে তাদের সব নির্বাচনী দায়িত্বের বাইরে রাখতে হবে।
এ ছাড়া লিখিত প্রস্তাবে যে বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে, তা হলো: কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকে ঊর্ধ্বে রেখে সংবিধান ও আইনে প্রদত্ত দায়িত্ব পালনে সক্ষমতা প্রদর্শন এবং নির্বাচনের সময় নির্বাহী বিভাগের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার দায়িত্বশীলতা।
সংলাপে ভোট কারচুপি এড়াতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিকল্প নেই বলেও মত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ মনে-প্রাণে ইভিএম বিশ্বাস করে। ভোট কারচুপি এড়াতে ইভিএমের বিকল্প নেই। আমরা ৩০০ আসনেই ইভিএম চাই।’
আওয়ামী লীগের এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএম নিয়ে একটা সংকট আছে। অধিকাংশ দল ইভিএমের পক্ষে না। সবাই ঐকমত্যে পৌঁছাতে পারছে না। আমরাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।’
এর আগে গত মাসে ইভিএম নিয়ে আলাদা করে মতবিনিময় করেছিল ইসি। সেই আলোচনাতেও আওয়ামী লীগ সব আসনে ইভিএমে ভোট গ্রহণের দাবি জানায়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সংলাপে সভাপতিত্ব করছেন। এ ছাড়া কমিশনের সচিব, অতিরিক্ত সচিব ও অন্য কমিশনাররা এতে উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে গত ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করেছে ইসি। এখন পর্যন্ত আওয়ামী লীগসহ ২৮টি দল ইসির ডাকে সাড়া দিয়েছে। ইসি ও নির্বাচন ব্যবস্থায় অনাস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে এই সংলাপে অংশ নেয়নি বিএনপিসহ নয়টি দল।
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকাল ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার আগমুহূর্তে নেতাকর্মীদের জন্য কড়া নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন।
৮ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাপানের রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগেকাতারের দোহায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১৩ ঘণ্টা আগে