Ajker Patrika

নির্বাচন বানচাল যেন না হয়: ইনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৩: ৫৭
নির্বাচন বানচাল যেন না হয়: ইনু

নির্বাচন অনুষ্ঠান যথাসময়ে আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বানচাল যেন না হয়, সেদিকে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। 

আজ রোববার দলটির সঙ্গে ইসির সংলাপে এ কথা বলেন তিনি। দুপুর ১২টায় ইনুর নেতৃত্বে জাসদের ১৫ সদস্য সংলাপে অংশ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করছেন। 

ইনু বলেন, ইসিকে বলিষ্ঠভাবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নির্বাচন বানচাল হতে দেওয়া যাবে না। তিনি বলেন, ভোটের আগে কোনো অস্বাভাবিক তালেবানি সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কোনো চক্রান্ত বা উসকানি যাতে না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। 

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে ইনু বলেন, আইন অনুযায়ী চললে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। কোনো সাম্প্রদায়িক শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত