Ajker Patrika

বিএনপির এমপির কাছে খালেদা জিয়ার চেয়ে পরীমণি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২১ জুন ২০২১, ১৮: ৫১
বিএনপির এমপির কাছে খালেদা জিয়ার চেয়ে পরীমণি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

ঢাকা: চিত্রনায়িকা পরীমণির বোট ক্লাব কাণ্ডে বিএনপির একজন সংসদ সদস্য জাতীয় সংসদে কথা বলায় তাঁর সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। পরীমণির ওই ঘটনাকে বাজে বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি।

পরীমণিকে নিয়ে সংসদে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, পরীমণির বিষয়টি নিয়ে বেশ কয়েক দিন ধরে বক্তব্য রেখেছেন বিএনপি দলীয় নেতা। আমার কাছে মনে হল তাঁর কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও ওই চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সে জন্য এটা নিয়ে তিনি সেখানে বেশ কয়েক দিন বক্তব্য রেখেছেন।

সমসাময়িক বিষয় নিয়ে আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তথ্যমন্ত্রী। পরীমণিকে নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ঢাকা শহরের কোথায় কে গিয়ে মধ্যরাতে মদ্যপান করল, আর সেখানে মদ্যপান করতে গিয়ে ভাঙচুর হল, আর সেই ভাঙচুরের প্রেক্ষিতে সেখানে কিছু ঘটনা ঘটল, এটি কি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ?

মন্ত্রী বলেন, ‘কে কোথায় মধ্যরাতে মদ্যপান করে, সে জন্য সেখানে কোন ঘটনা ঘটাল এবং সেটি নিয়ে আমি দেখলাম যেভাবে সবাই মত্ত হয়ে গেল, বিষয়টি কি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ছিল? এটি একটি বাজে বিষয়। আমি এটি নিয়ে মন্তব্য করতে চাই না। কেউ হেনস্থার শিকার হওয়া ঠিক নয়, তেমনি কারও অহেতুক হয়রানি হওয়াও ঠিক নয়।’

তথ্যমন্ত্রী জানান, আজকে বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, সরকার দক্ষভাবে দেশ পরিচালনা করতে পেরেছে বিধায় এটি সম্ভবপর হয়েছে। করোনার মধ্যেও মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এমনকি মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকেও ছাড়িয়েছি।

‘করোনার মধ্যেও এই অর্থবছরের সমাপ্তিলগ্নে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হতে যাচ্ছে ৬ দশমিক ১ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। মূল্যস্ফীতি যখন স্থিতাবস্থায় থাকে এবং জিডিপি প্রবৃদ্ধি বেশি হয়, তখন স্বাভাবিকভাবে মানুষের আয় উন্নতি তথা দেশের অগ্রগতি বৃদ্ধি পায়। এটি গত ১২ বছর ধরে হয়ে আসছে, সেকারণেই দেশ এগিয়েছে।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি ও তার মিত্ররা এসব অপচেষ্টা চালায়। কিছু ব্যক্তি আছে যারা মনে করেন তারা মহাজ্ঞানী। কিছু প্রতিষ্ঠান আছে যারা দেশের কোনো অগ্রগতি নিয়ে প্রশংসা করতে পারে না।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন অন্য দেশকে ঋণ দেয়। আমরা শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ১০ বছর মেয়াদে ঋণ দিয়েছি। অন্যান্য দেশও ঋণ চাচ্ছে এবং তাদের দেওয়ার প্রক্রিয়া চলছে। এটিই বাস্তবতা, কেউ শিকার করুক বা না করুক।

কোন কোন দেশ ঋণ চাচ্ছে এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিভাগ এটি নিয়ে কাজ করছে। আফ্রিকার দু’একটি দেশ এই তালিকায় রয়েছে। এগুলো যেহেতু এখনও প্রক্রিয়াধীন, এটি নিয়ে এখনও বলার সময় আসেনি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করে তথ্য মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সচিব মো. মকবুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত