Ajker Patrika

ঢাকা শহরের গাড়িগুলোর চেহারা গরিব-গরিব: ওবায়দুল কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৬: ২৭
ঢাকা শহরের গাড়িগুলোর চেহারা গরিব-গরিব: ওবায়দুল কাদের 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই শহরের (ঢাকা) অবস্থা দেখে খারাপ লাগে, লজ্জাও লাগে। বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর ১১টি দেশের তালিকায় রয়েছে। সেই বাংলাদেশের সঙ্গে এটা মানায় না। শহরের বাসগুলো ভালো করতে অনেক চেষ্টা করেছি। রং-চঙ করে বাস বের করে, ফিটনেস নেই। এই ছবির পরিবর্তন করতে হবে। এই শহরে গাড়িগুলোর যে চেহারা, গরিব-গরিব! শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার সঙ্গে তুলনা হয় না। সেটার সঙ্গে মেলে না। 

রাজধানীর বনানীর একটি হোটেলে আজ মঙ্গলবার দুপুরে ‘ঢাকায় সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের ১৪০টি বাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৩৭তম। আমার মনে হয়, এটা মেয়র সাহেবরা জানেন এবং এটা মাথায় রেখেই ঢাকাকে নিয়ে পরিকল্পনা করতে হবে। আমাদের দুই মেয়র খুব ডায়নামিকভাবে কাজ করছেন। তাঁরা এই অবস্থার পরিবর্তন করতে পারবেন।’ 

সেতুমন্ত্রী বলেন, ‘সবচেয়ে অপরিকল্পিত একটি শহর ঢাকা। প্ল্যান ছাড়াই এই শহর গড়ে উঠেছে। আমাদের সরকার অনেক কাজ করছে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল। এই স্বপ্নগুলো দেখেছেন প্রধানমন্ত্রী। এই সাবওয়ের স্বপ্ন দেখেছেন শেখ হাসিনা। তাই সাবওয়ে আমাদের করতেই হবে। এর কোনো বিকল্প নেই। পদ্মা যে করতে পারে, সাবওয়েও সে করতে পারে।’ 

এর আগে অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র অভিযোগ করে বলেন, ঢাকা শহরে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে। তবে তাঁদের এ ব্যাপারে জানানো হয় না। মেয়রদের সঙ্গে সমন্বয় করা হয় না, যার জন্য পরে অনেক সমস্যা হয়। 

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘মিরপুর এলাকায় ফুটপাতের ওপর মেট্রোরেলের সিঁড়ি নামানো হচ্ছে। আমরা সেটা করতে দেব না। দরকার হলে তাদের নকশার পরিবর্তন করতে হবে। আমাদের সঙ্গে আগে আলোচনা করলে এ ধরনের সমস্যা হতো না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত