Ajker Patrika

হঠকারী রাজনীতির পরিণতি ভোগ করছে বিএনপি: শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হঠকারী রাজনীতির পরিণতি ভোগ করছে বিএনপি: শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘যাদের নিয়ে রাজনীতি করার কথা সেই মানুষদের এক সময় পেট্রল বোমা দিয়ে পুড়িয়েছে বিএনপি। এখন তারা সেই হঠকারী রাজনীতির পরিণতি ভোগ করছে।’ তিনি বলেন, ‘বিএনপি মূলত রাজনীতির সূত্র জানে না। এ কারণেই আজকে তারা রাজনীতির অঙ্ক মেলাতে পারছে না।’ 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এ সব কথা বলেন। 

বিএনপির ঐক্য প্রসঙ্গে শাজাহান বলেন, ‘বিএনপি বলছে তারা জাতীয় ঐক্য চায়। আমার মনে প্রশ্ন জাগে তারা কার সঙ্গে জাতীয় ঐক্য চায়? জাতীয় ঐক্যের ভিত্তি কি হবে? জাতীয় ঐক্যের ভিত্তি রাজাকার-আলবদর-মুক্তিযোদ্ধাদের যারা হত্যা করেছে তাদের সঙ্গে? তাদের সঙ্গে ঐক্য হবে কি করে?’ 

শাজাহান খান বলেন, ‘আপনারা রাজাকার-আলবদরকে নিয়ে থাকেন। ২০০৬ সালের ৪ জুন পল্টন ময়দানে জামায়াতের মঞ্চে বসে বিএনপির নেতারা এবং তারেক রহমান বক্তৃতা করেছিলেন জামায়াত-বিএনপি এক পরিবার। ওই পরিবারের সঙ্গে কীভাবে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ঐক্য হয় সেটাই প্রশ্ন। 

সাবেক নৌ মন্ত্রী বলেন, ‘তারা আজকে যতই কথা বলুক না কেন, তারা নির্বাচন হতে দেবে না। বহুবার চেষ্টা করেছে। নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও আবার আমরা দেখেছি বিগত নির্বাচনে অংশগ্রহণ করলেন। সংসদে যাবেন না, গেলেন। শপথ নেবেন না, নিলেন। সংসদে অবস্থান করছেন। বিএনপি-জামায়াত এবং অন্যরা আপনারা যে এক সূত্রে আছেন সেটা নিয়ে আপনারা থাকেন।’ 

জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত