Ajker Patrika

গান-কবিতা-নাটিকায় পালিত ছাত্রদলের সাংস্কৃতিক সন্ধ্যা

অনলাইন ডেস্ক
‘রক্তের ঋণ ও মুক্ত স্বদেশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ছবি: সংগৃহীত
‘রক্তের ঋণ ও মুক্ত স্বদেশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৫ এ বাংলা একাডেমির সাংস্কৃতিক মঞ্চে গতকাল শনিবার সন্ধ্যায় ‘রক্তের ঋণ ও মুক্ত স্বদেশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। রাত সোয়া আটটায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সাংস্কৃতিক সন্ধ্যা।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ‘চলে আসুন ষোলোশহর’ নামে একটি মূকাভিনয় মঞ্চস্থ করা হয় অনুষ্ঠানে।

শেখ হাসিনার আমলে সাধারণ এক রাজনৈতিক কর্মীর কারণে তাঁর পরিবারের সদস্যদের ওপর নেমে আসা বিভীষিকাময় নির্যাতনের চিত্র তুলে ধরে অভিনেতা শহীদুল্লাহ সবুজের নির্দেশনা ও পরিচালনায় একটি নাটিকা পরিবেশিত হয়। জুলাই আন্দোলনে র‍্যাপ সংগীতের একটা বড় প্রভাবের কথা মাথায় রেখে হাসিনার অপশাসন বিরোধী র‍্যাপ সংগীত পরিবেশন করা হয়। বেশ কয়েকটি আবৃত্তিও পরিবেশন করা হয়।

প্রথম বাংলাদেশ-আমার শেষ বাংলাদেশ, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা, ’তীরহারা এই ঢেউয়ের সাগরসহ কিছু জনপ্রিয় দেশাত্মবোধক গান মঞ্চে পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে দর্শকদের ধন্যবাদ জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। নাছির উদ্দীন নাছির তাঁর বক্তব্যে বলেন ‘আমরা বিশ্বাস করি যে, গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে বাংলাদেশে ইতিবাচক রাজনীতির শুভসূচনা হয়েছে। সেখানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা মেধা-মননের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও অনবদ্য ভূমিকা রাখবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার পাশে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত