Ajker Patrika

সংস্কার শেষে নির্বাচন কোনো যৌক্তিক কথা নয়: মঈন খান

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৫: ২৭
বিএনপি নেতা ড. আবদুল মঈন খান। ফাইল ছবি
বিএনপি নেতা ড. আবদুল মঈন খান। ফাইল ছবি

আজ থেকে দুই বছর আগেই বিএনপি সংস্কারের রূপরেখা দিয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। সুতরাং সংস্কারের পর নির্বাচনের আয়োজন করা কোনো যৌক্তিক কথা নয়।

আজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়ে এই কর্মশালার আয়োজন করেছে দলটির প্রশিক্ষণবিষয়ক কমিটি।

মঈন খান বলেন, ‘সংস্কার শেষে নির্বাচন কোনো যৌক্তিক কথা নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটি কখনো থেমে থাকে না। শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে নির্বাচন দেওয়া উচিত।’

তিনি বলেন, ‘সংস্কারের রূপরেখা দুই বছর আগেই ঘোষণা করেছে বিএনপি। আজকে যারা সংস্কারের কথা বলছেন, তাঁরা আগের আন্দোলন-সংগ্রামের সময় কোথায় ছিলেন?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত