নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘১২ মাসে যদি একটা বছর হয়, ৬ মাসই বাবা হয় পলাতক থাকছে, ৬ মাস জেলে থাকছে। কোনো বিশেষ দিন বলে আমাদের কিছু নাই’-বাবাকে কাছে না পাওয়ার কষ্ট থেকে কথাগুলো বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বড় মেয়ে জান্নাতুল ইলমী সূচনা। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি নেতা হাবিব।
আজ বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে সোহেলের বাসায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এ সময় সোহেলের মেয়ে সূচনা সাংবাদিকদের বলেন, ‘৪৯০ টিরও বেশি মিথ্যা মামলায় আমার বাবা কারাবন্দী রয়েছেন। সর্বোচ্চ রাজনৈতিক মামলার বোঝাটা উনি টানছেন। কতবার জেলে গিয়েছেন, সেই হিসাব রাখতে রাখতেও আমরা একসময় ক্লান্ত হয়ে গেছি। এখন আর হিসাব রাখাটাও সম্ভব হয় না।’
ঈদের আনন্দ বলে তাদের কিছু নেই উল্লেখ করে সূচনা বলেন, ‘স্বাভাবিকভাবে কাটানোর মতো একটা দিনের স্বপ্ন দেখি প্রতিদিন। ঈদ আসছে। কিন্তু আমাদের আসলে ঈদ নাই। আমাদের কোনো বিশেষ দিন নাই।’
এ সময় মঈন খান বলেন, ‘হাবিব উন নবী খান সোহেলকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় কারারুদ্ধ করা হয়েছে। সে সরকারের অন্যায় দাবির কাছে মাথা নত করেনি। এ জন্য তাঁর বিরুদ্ধে এত মামলা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘যারা সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করছে, সরকারের অন্যায় কাজের সমালোচনা করছে, তাদের বিরুদ্ধে সরকার একের পর এক মামলা দিচ্ছে। আপনারা দেখেছেন গত ২৮ অক্টোবরের পরে আমাদের মহাসচিবসহ ২৬ হাজার নেতা-কর্মীকে কারারুদ্ধ করেছে। কেন করা হয়েছে? সরকারের উচ্চপর্যায় থেকে স্বীকার করা হয়েছে যে, তাদের কারারুদ্ধ করা না হলে এভাবে সাজানো-গোছানো গায়ের জোরের নির্বাচন করতে পারবে না।’
এ সময় উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চাওয়া হয় মঈন খানের কাছে। বিএনপি এই নির্বাচনে যাচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যথাসময়ে এর উত্তর জানতে পারবেন।’
মঈন খান বলেন, ‘আজকে নির্বাচন নিয়ে নতুন করে বলার তো কিছু নাই। আজকে সরকার নির্বাচন কীভাবে করে, সারা বিশ্বের লোক জানে। আমরা চাই এ দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরে আসুক। সঠিক নির্বাচন হলে সবাই সেখানে অংশগ্রহণ করবে। এই সাজানো প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয় নাই।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচন বলে কোনো কথা নয়। জাতীয় নির্বাচন বলে কোনো কথা নয়। আমরা একটি কথা বলছি যে, বাংলাদেশে নির্বাচন হতে হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। যদি একটা নির্বাচন গায়ের জোরে হয়, দিনের ভোট রাতে হয়, যদি ব্যালট বাক্স সরকার নিজেই ভর্তি করে রেখে দেয়, তাহলে তো সেই নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটবে না।’
বান্দরবানে ব্যাংক ডাকাতি প্রসঙ্গে মঈন খান বলেন, ‘দেশ সঠিকভাবে পরিচালিত হলে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটতো না। শুধু রাজনৈতিক স্থিতাবস্থা ও গণতন্ত্র ধ্বংস করেনি, সরকার দেশের অর্থনীতিও ধ্বংস করেছে। রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে বলেই অস্থিরতা সৃষ্টি হয়েছে। ব্যাংক ডাকাতির ঘটনায় অবাক হওয়ার কিছু নেই।’
‘১২ মাসে যদি একটা বছর হয়, ৬ মাসই বাবা হয় পলাতক থাকছে, ৬ মাস জেলে থাকছে। কোনো বিশেষ দিন বলে আমাদের কিছু নাই’-বাবাকে কাছে না পাওয়ার কষ্ট থেকে কথাগুলো বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বড় মেয়ে জান্নাতুল ইলমী সূচনা। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন বিএনপি নেতা হাবিব।
আজ বৃহস্পতিবার রাজধানীর শান্তিনগরে সোহেলের বাসায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এ সময় সোহেলের মেয়ে সূচনা সাংবাদিকদের বলেন, ‘৪৯০ টিরও বেশি মিথ্যা মামলায় আমার বাবা কারাবন্দী রয়েছেন। সর্বোচ্চ রাজনৈতিক মামলার বোঝাটা উনি টানছেন। কতবার জেলে গিয়েছেন, সেই হিসাব রাখতে রাখতেও আমরা একসময় ক্লান্ত হয়ে গেছি। এখন আর হিসাব রাখাটাও সম্ভব হয় না।’
ঈদের আনন্দ বলে তাদের কিছু নেই উল্লেখ করে সূচনা বলেন, ‘স্বাভাবিকভাবে কাটানোর মতো একটা দিনের স্বপ্ন দেখি প্রতিদিন। ঈদ আসছে। কিন্তু আমাদের আসলে ঈদ নাই। আমাদের কোনো বিশেষ দিন নাই।’
এ সময় মঈন খান বলেন, ‘হাবিব উন নবী খান সোহেলকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় কারারুদ্ধ করা হয়েছে। সে সরকারের অন্যায় দাবির কাছে মাথা নত করেনি। এ জন্য তাঁর বিরুদ্ধে এত মামলা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘যারা সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করছে, সরকারের অন্যায় কাজের সমালোচনা করছে, তাদের বিরুদ্ধে সরকার একের পর এক মামলা দিচ্ছে। আপনারা দেখেছেন গত ২৮ অক্টোবরের পরে আমাদের মহাসচিবসহ ২৬ হাজার নেতা-কর্মীকে কারারুদ্ধ করেছে। কেন করা হয়েছে? সরকারের উচ্চপর্যায় থেকে স্বীকার করা হয়েছে যে, তাদের কারারুদ্ধ করা না হলে এভাবে সাজানো-গোছানো গায়ের জোরের নির্বাচন করতে পারবে না।’
এ সময় উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান জানতে চাওয়া হয় মঈন খানের কাছে। বিএনপি এই নির্বাচনে যাচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যথাসময়ে এর উত্তর জানতে পারবেন।’
মঈন খান বলেন, ‘আজকে নির্বাচন নিয়ে নতুন করে বলার তো কিছু নাই। আজকে সরকার নির্বাচন কীভাবে করে, সারা বিশ্বের লোক জানে। আমরা চাই এ দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরে আসুক। সঠিক নির্বাচন হলে সবাই সেখানে অংশগ্রহণ করবে। এই সাজানো প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয় নাই।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচন বলে কোনো কথা নয়। জাতীয় নির্বাচন বলে কোনো কথা নয়। আমরা একটি কথা বলছি যে, বাংলাদেশে নির্বাচন হতে হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। যদি একটা নির্বাচন গায়ের জোরে হয়, দিনের ভোট রাতে হয়, যদি ব্যালট বাক্স সরকার নিজেই ভর্তি করে রেখে দেয়, তাহলে তো সেই নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটবে না।’
বান্দরবানে ব্যাংক ডাকাতি প্রসঙ্গে মঈন খান বলেন, ‘দেশ সঠিকভাবে পরিচালিত হলে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটতো না। শুধু রাজনৈতিক স্থিতাবস্থা ও গণতন্ত্র ধ্বংস করেনি, সরকার দেশের অর্থনীতিও ধ্বংস করেছে। রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে বলেই অস্থিরতা সৃষ্টি হয়েছে। ব্যাংক ডাকাতির ঘটনায় অবাক হওয়ার কিছু নেই।’
দেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
৩ ঘণ্টা আগেবিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২১ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
২১ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১ দিন আগে