নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করতে তাঁর গুলশানের বাসভবনে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। আজ সোমবার বিকেল চারটার পরে প্রতিনিধি দলের সদস্যরা সেখানে উপস্থিত হতে শুরু করেন।
এ দিকে বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলও চার্লস হোয়াইটলির বাসভবনে গিয়ে উপস্থিত হয়েছেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির। এ দলে আরও রয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ।
এর আগে আজ সকালে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এ সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘এই সাক্ষাতে তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কথা হয়নি। তাঁরা চায় নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হোক। গণতন্ত্র আরও ম্যাচিউর হোক।’
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশের নির্বাচন হবে। নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সহযোগিতা করবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইইউ দেশের ৬ জনের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তাঁরা খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করবেন। ইইউ নির্বাচন অবজার্ভ করবে, ক্লোজলি মনিটরিং করবে। সরকার সব সময়ই নির্বাচনী পর্যবেক্ষকদের স্বাগত জানায়।’
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক কথা হয়। সে জন্য নির্বাচনে পর্যবেক্ষক থাকলে ভালো হয়। তারা সরেজমিনে দেখতে পারবেন-নির্বাচন কেমন হয়। পর্যবেক্ষকেরা নিজেরাই দেখবেন। ৪১ ভিয়েনা কনভেনশনের নীতিমালা অনুযায়ী কূটনীতিকরা দায়িত্ব পালন করবেন, আমাদের আপত্তি নেই।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করতে তাঁর গুলশানের বাসভবনে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। আজ সোমবার বিকেল চারটার পরে প্রতিনিধি দলের সদস্যরা সেখানে উপস্থিত হতে শুরু করেন।
এ দিকে বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলও চার্লস হোয়াইটলির বাসভবনে গিয়ে উপস্থিত হয়েছেন।
আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আন্তর্জাতিক উপকমিটির চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির। এ দলে আরও রয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ।
এর আগে আজ সকালে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এ সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘এই সাক্ষাতে তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কথা হয়নি। তাঁরা চায় নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক হোক। গণতন্ত্র আরও ম্যাচিউর হোক।’
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশের নির্বাচন হবে। নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সহযোগিতা করবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইইউ দেশের ৬ জনের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তাঁরা খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করবেন। ইইউ নির্বাচন অবজার্ভ করবে, ক্লোজলি মনিটরিং করবে। সরকার সব সময়ই নির্বাচনী পর্যবেক্ষকদের স্বাগত জানায়।’
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক কথা হয়। সে জন্য নির্বাচনে পর্যবেক্ষক থাকলে ভালো হয়। তারা সরেজমিনে দেখতে পারবেন-নির্বাচন কেমন হয়। পর্যবেক্ষকেরা নিজেরাই দেখবেন। ৪১ ভিয়েনা কনভেনশনের নীতিমালা অনুযায়ী কূটনীতিকরা দায়িত্ব পালন করবেন, আমাদের আপত্তি নেই।’
আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
১৫ ঘণ্টা আগেদুদু বলেন, ‘দেশে এখন জবাবদিহিমূলক সরকার দরকার। এ সরকার পেতে হলে ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাঁকে চিকিৎসা পর্যন্ত শেখ হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় তাঁকে ৬ বছর জেলে রেখেছিল।’
১৮ ঘণ্টা আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধিদল। আজ রোববার বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
১৯ ঘণ্টা আগেজুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে বিএনপি অসামঞ্জস্য দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে শিগগির মতামত জানানো হবে।
২০ ঘণ্টা আগে