Ajker Patrika

তথ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তথ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য ও ছবি বিকৃতি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে। 

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ওমর ফারুক শিবলু ঢাকার সূত্রাপুর থানায় এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলী শাহ বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দুটি দায়ের করেছেন বলে মঙ্গলবার রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এজাহারে বলা হয়েছে, গত ২৫ নভেম্বর থেকে ফেসবুকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সম্পর্কে অসত্য তথ্য এবং ছবির বিকৃতি ঘটিয়ে কিছু পোস্ট ও শেয়ার দেখা গেছে। এতে মন্ত্রীসহ সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও তাঁর সমর্থকদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। 

‘এজাহারে ফেসবুক পোস্টের বিভিন্ন লিংক উল্লেখ করে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন, শেয়ার করেছেন এবং লাইকসহ বিরূপ মন্তব্য করেছেন তাদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।’ 

অনেক পদের খাবার নিয়ে একটি ডাইনিং টেবিলে বসে হাছান মাহমুদের খাওয়ার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ছবি নিয়ে গত বেশ কিছু দিন ধরে বেশ সমালোচনা হচ্ছিলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত