Ajker Patrika

ফের হাসপাতালে খালেদা জিয়া, সিসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুন ২০২২, ১০: ৫৬
ফের হাসপাতালে খালেদা জিয়া, সিসিইউতে ভর্তি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাঁকে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। 

শুক্রবার দিবাগত রাতেই চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন। 

শামসুদ্দিন দিদার জানান, রাত সোয়া ৩টার দিকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। তাঁর সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান এবং তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতেই সাংবাদিকদের জানান, হৃদ্‌যন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

উল্লেখ্য, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত ৭৬ বছর বয়সী খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ২০২০ সালের মার্চে দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর তাঁর দণ্ড স্থগিত করে মুক্তি দেয় সরকার। এরপর বাসায় থাকতে গত বছর করোনায় আক্রান্ত হন তিনি। ২৭ এপ্রিল তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় ৫৩ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৯ জুন বাসায় ফেরেন তিনি। বাসায় ফিরে করোনার টিকা নেন। গুরুতর অসুস্থ হলে ১২ অক্টোবর আবারও হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ৭ নভেম্বর বাসায় ফেরার পরে সপ্তাহ না পেরোতেই ১৩ নভেম্বর আবারও হাসপাতালে নিতে হয় তাঁকে। এরপর থেকে ৮১ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে এরই মধ্যে বিদেশে পাঠানোর জন্য অনুমতি চেয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে কয়েক দফা আবেদন করা হয়। তবে সরকার সেই আবেদনে সাড়া দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত