নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একই সূত্রে গাঁথা। খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে।'
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
দলের চেয়ারপারসনের মুক্তির আন্দোলন বেগবান করতে নেতা–কর্মীদের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, `খালেদা জিয়া মুক্ত হলে আমরা সবাই মুক্তি পাব। সেই কাজটা আমাদেরই করতে হবে। স্লোগান দিয়ে হবে না। গলার জোর নয়, মনের জোর বাড়াতে হবে। যেটা করা দরকার, সেটাই করতে হবে।'
গুম-খুন বিষয়ে সরকারের সমালোচনা করে গয়েশ্বর বলেন, গুম কেন হয়, কারা হয়, সরকার জানে। সরকার বলে না যদি নিজেরা গুম হয়ে যায়, সেই ভয়ে।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, 'গণতন্ত্রের জন্য একদিন আওয়ামী লীগকেও কাঁদতে হবে। দেশটা কে চালাচ্ছে, এ কথা এখন আওয়ামী লীগের অনেকেও বলছে।'
এ অবস্থায় দলীয় নেতা–কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ক্ষমতাসীনদের রক্ষায় দেশে একটি বিশেষ ফোর্স গঠিত হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, পুলিশ, র্যাব, নির্বাচন কমিশন এবং আদালতের বিচারপতিদের একটা অংশ নিয়ে আওয়ামী সিকিউরিটি ফোর্স গঠন করা হয়েছে। ক্ষমতাসীনদের সুরক্ষা দেওয়াই এই ফোর্সের কাজ।
পরীমণি ও বোট ক্লাবের প্রসঙ্গ টেনে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। বলেন, 'বেনজীর আহমেদ কী করে একটা প্রমোদভবনের সভাপতি হন?'
ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একই সূত্রে গাঁথা। খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে।'
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
দলের চেয়ারপারসনের মুক্তির আন্দোলন বেগবান করতে নেতা–কর্মীদের আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, `খালেদা জিয়া মুক্ত হলে আমরা সবাই মুক্তি পাব। সেই কাজটা আমাদেরই করতে হবে। স্লোগান দিয়ে হবে না। গলার জোর নয়, মনের জোর বাড়াতে হবে। যেটা করা দরকার, সেটাই করতে হবে।'
গুম-খুন বিষয়ে সরকারের সমালোচনা করে গয়েশ্বর বলেন, গুম কেন হয়, কারা হয়, সরকার জানে। সরকার বলে না যদি নিজেরা গুম হয়ে যায়, সেই ভয়ে।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, 'গণতন্ত্রের জন্য একদিন আওয়ামী লীগকেও কাঁদতে হবে। দেশটা কে চালাচ্ছে, এ কথা এখন আওয়ামী লীগের অনেকেও বলছে।'
এ অবস্থায় দলীয় নেতা–কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
ক্ষমতাসীনদের রক্ষায় দেশে একটি বিশেষ ফোর্স গঠিত হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, পুলিশ, র্যাব, নির্বাচন কমিশন এবং আদালতের বিচারপতিদের একটা অংশ নিয়ে আওয়ামী সিকিউরিটি ফোর্স গঠন করা হয়েছে। ক্ষমতাসীনদের সুরক্ষা দেওয়াই এই ফোর্সের কাজ।
পরীমণি ও বোট ক্লাবের প্রসঙ্গ টেনে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। বলেন, 'বেনজীর আহমেদ কী করে একটা প্রমোদভবনের সভাপতি হন?'
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধানের দাবি আবার জানাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, তাদের এসব দাবি আদায় না হলে সে নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
৯ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ শহীদদের রক্তস্নাত। ছাত্র-জনতা দেশের মৌলিক সংস্কারের জন্য জীবন দিয়েছে। এ কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা এবং একে আইনগত ভিত্তি দেওয়া দরকার। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ শনিবার বিকেলে ‘জুলাই সনদ: আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা
৯ ঘণ্টা আগেপাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সরকারি সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর বাসভবন ফিরোজায় যাবেন। আগামীকাল রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে তাঁর যাওয়ার কথা রয়েছে।
১১ ঘণ্টা আগেবিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে পাকিস্তান হাইকমিশনে প্রথমে এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর জামায়াতে ইসলামী এবং সন্ধ্যায় বিএনপির প্রতিনি
১২ ঘণ্টা আগে