Ajker Patrika

দেশে গণতন্ত্র নেই বলেই বিদেশিরা আসছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৫: ২৩
দেশে গণতন্ত্র নেই বলেই বিদেশিরা আসছে: মির্জা ফখরুল

দেশে গণতন্ত্র নেই বলেই বিদেশিরা এখানে আসছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করে বলেন, ‘বিদেশিদের নিয়ে কথা হচ্ছে, কেন বিদেশিরা আসছে। তারা বাংলাদেশের মানবাধিকার-গণতন্ত্র-নির্বাচন সম্পর্কে জানতে চায় এবং বুঝতে চায়।’ 

মির্জা ফখরুল বলেন, ‘তারা তো (বিদেশিরা) অন্য কোথাও যায় না, এখানে আসে কেন? কারণ এখানে গণতন্ত্র নাই, এখানে নির্বাচন হয় না।’

চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমরা একটা অসম যুদ্ধে আছি। এই যুদ্ধটা হচ্ছে আমাদের দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার যুদ্ধ। এই লড়াইটা সত্যিকার অর্থেই আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ের জন্য সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে হবে।’

এদিকে আন্দোলন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। এর অংশ হিসেবে আজ গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে তারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনে নতুন ডাক দেওয়া হবে। এর মাধ্যমে সমস্ত জাতিকে একসঙ্গে করে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে। সে জন্য ১২ জুলাই যৌথ ঘোষণা আসবে। দলগুলো নিজ নিজ জায়গা থেকে এক ঘোষণা দেবে।’

তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। বিএনপির সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই, জনগণ বিএনপির সঙ্গে আছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে।

এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতায় উসকানি দিচ্ছে। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ৃন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত