Ajker Patrika

জুলাই অভ্যুত্থানে অবদান রাখা প্রবাসীদের সংগঠিত করবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই অভ্যুত্থানে অবদান রাখা প্রবাসীদের সংগঠিত করবে এনসিপি

জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উদ্দেশ্য বাস্তবায়নে দলটি দিলশানা পারুলকে কো-অর্ডিনেটর করে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’-এর প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ একটি স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। এই অ্যালায়েন্সের মূল লক্ষ্য হলো নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাঁদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।

প্রবাসী বাংলাদেশিদের দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালনের সুযোগ দিতে এ কমিটি বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করবে এবং তাঁদের জাতীয় রাজনীতির সঙ্গে সংযুক্ত করবে।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটিতে যাঁরা স্থান পেয়েছেন, তাঁরা হলেন এশিয়া প্রতিনিধি হিসেবে ড. নাফিজ রেজা, ইয়াকুব আলী, জুবায়ের আহমেদ; মধ্যপ্রাচ্য প্রতিনিধি হিসেবে সাইফ সারোয়ার, ডক্টর মনির উদ্দিন আহমেদ; মালয়েশিয়া প্রতিনিধি হিসেবে আনামুল হক, আলমগীর আকাশ; ইউরোপ প্রতিনিধি হিসেবে ওমর ঢালী, মারজুক আহমেদ; যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে নুরুল হুদা, ইমা ইসলাম; যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে তারিক আদনান মুন, তাওহিদ তানজিম; কানাডা প্রতিনিধি হিসেবে মুনতাসীর মামুন, নাহিদ ইসলাম; অস্ট্রেলিয়া প্রতিনিধি হিসেবে সালওয়া শামস, উল্লাশ জায়েদ এবং কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে তাসনিম জারা, এহতেশামুল হক, মাহাবুব আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত