Ajker Patrika

আওয়ামী লীগের আয় কমেছে সাড়ে ১০ কোটি টাকা, বেড়েছে ব্যয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৭: ৩৮
আওয়ামী লীগের আয় কমেছে সাড়ে ১০ কোটি টাকা, বেড়েছে ব্যয়

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গত বছরের চেয়ে ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ৩৩৮ টাকা আয় কমেছে। একই সময় দলটির ব্যয় বেড়েছে ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৭২৭ টাকা।

আজ সোমবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির পঞ্জিকা বছরের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ইসিতে জমা দেওয়া দলটির হিসাব অনুযায়ী, ২০২২ সালে দলটির আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। সে হিসাবে উদ্বৃত্ত ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর মোট ব্যাংকে স্থিতির পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

যেখানে ২০২১ সালে দলটির আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় হয়েছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। 

এ ছাড়া ২০২০ পঞ্জিকা বছরে দলটির আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। আর ব্যয় ছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা।

গতকাল রোববার নির্বাচন কমিশন সচিবের কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপি। জমা দেওয়া বিবরণী অনুযায়ী, ২০২২ সালে বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা ব্যয়ের বিপরীতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। সে হিসাবে উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত