নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেতা-কর্মীদের গুম করার অভিযোগ এনে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এ রকম মনুষ্যত্বহীন কাজ যদি চলতে থাকে, তাহলে এর খেসারত এই সরকার এবং তাদের পক্ষ হয়ে যারা এই কাজ করছে, তাদের দিতে হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এমন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রত্যেকটি ঘটনার জন্য জবাব দিতে হবে। এখানে কেউ অন্য কোথাও থেকে আসেনি। আমরা প্রত্যেকেই প্রত্যেককে চিনি।’
সংবাদ সম্মেলনে সরকার পতনের ‘এক দফা’ দাবিতে রোববার থেকে আবারও সারা দেশে ৪৮ ঘণ্টার ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথিদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেপ্তার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীসহ সারা দেশে হাজারো নেতা-কর্মীর মুক্তির দাবিতে ১২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।’
তবে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলেও জানান রিজভী।
রিজভী জানান, অবরোধ ছাড়াও রয়েছে দোয়া মাহফিলের কর্মসূচি। পোশাকশিল্পের মজুরির দাবিতে আন্দোলনে দুই নিহত শ্রমিকসহ ২৮ অক্টোবর থেকে এই পর্যন্ত নিহত নেতা-কর্মীদের জন্য আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে বাদ জুমা প্রতিটি মসজিদে এই দোয়া মাহফিল হবে।
এদিকে গত দুই সপ্তাহে তিন দফায় ১৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধীরা। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ পুলিশের বাধার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো কঠোর কর্মসূচি পালন করছে। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা এবং সর্বশেষ ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয়, যা শুক্রবার ভোর ৬টায় শেষ হচ্ছে।
সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৬৫ জনের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এ সময় মামলা হয়েছে ১৩টি এবং দেড় হাজারের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় বিভিন্ন হামলায় অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।
এদিকে আজ সকাল ৮টায় উত্তরা-আশুলিয়া সড়কে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল বের করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিন সায়েদাবাদ জনপথ মোড়, দয়াগঞ্জ রোড, লালবাগ, মালিবাগ ও হাতিরঝিলে স্বেচ্ছাসেবক দল, মিরপুরের পল্লবীতে যুবদল, জাতীয় প্রেসক্লাবের সামনে, গুলশান-১ ছাত্রদল, রামপুরা, বনশ্রীতে ছাত্রদলকেও অবরোধের সমর্থনে মিছিল বের করতে দেখা যায়।
এ ছাড়া রাজধানীর বিজয়নগর এলাকায় মিছিল ও সমাবেশ করে ১২ দলীয় জোট। বিজয় নগর, পুরানা পল্টন, নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করে গণ অধিকার পরিষদ (একাংশ)।
নেতা-কর্মীদের গুম করার অভিযোগ এনে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এ রকম মনুষ্যত্বহীন কাজ যদি চলতে থাকে, তাহলে এর খেসারত এই সরকার এবং তাদের পক্ষ হয়ে যারা এই কাজ করছে, তাদের দিতে হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এমন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রত্যেকটি ঘটনার জন্য জবাব দিতে হবে। এখানে কেউ অন্য কোথাও থেকে আসেনি। আমরা প্রত্যেকেই প্রত্যেককে চিনি।’
সংবাদ সম্মেলনে সরকার পতনের ‘এক দফা’ দাবিতে রোববার থেকে আবারও সারা দেশে ৪৮ ঘণ্টার ‘সর্বাত্মক অবরোধ’ কর্মসূচি ঘোষণা করেন রিজভী। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সাথিদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং গ্রেপ্তার হওয়া সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীসহ সারা দেশে হাজারো নেতা-কর্মীর মুক্তির দাবিতে ১২ নভেম্বর রোববার সকাল ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।’
তবে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলেও জানান রিজভী।
রিজভী জানান, অবরোধ ছাড়াও রয়েছে দোয়া মাহফিলের কর্মসূচি। পোশাকশিল্পের মজুরির দাবিতে আন্দোলনে দুই নিহত শ্রমিকসহ ২৮ অক্টোবর থেকে এই পর্যন্ত নিহত নেতা-কর্মীদের জন্য আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে বাদ জুমা প্রতিটি মসজিদে এই দোয়া মাহফিল হবে।
এদিকে গত দুই সপ্তাহে তিন দফায় ১৬০ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধীরা। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির ‘শান্তিপূর্ণ’ মহাসমাবেশ পুলিশের বাধার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো কঠোর কর্মসূচি পালন করছে। ২৮ অক্টোবরের ঘটনার পর দিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফায় ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা এবং সর্বশেষ ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয়, যা শুক্রবার ভোর ৬টায় শেষ হচ্ছে।
সারা দেশে নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৩৬৫ জনের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এ সময় মামলা হয়েছে ১৩টি এবং দেড় হাজারের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় বিভিন্ন হামলায় অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।
এদিকে আজ সকাল ৮টায় উত্তরা-আশুলিয়া সড়কে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল বের করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিন সায়েদাবাদ জনপথ মোড়, দয়াগঞ্জ রোড, লালবাগ, মালিবাগ ও হাতিরঝিলে স্বেচ্ছাসেবক দল, মিরপুরের পল্লবীতে যুবদল, জাতীয় প্রেসক্লাবের সামনে, গুলশান-১ ছাত্রদল, রামপুরা, বনশ্রীতে ছাত্রদলকেও অবরোধের সমর্থনে মিছিল বের করতে দেখা যায়।
এ ছাড়া রাজধানীর বিজয়নগর এলাকায় মিছিল ও সমাবেশ করে ১২ দলীয় জোট। বিজয় নগর, পুরানা পল্টন, নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করে গণ অধিকার পরিষদ (একাংশ)।
প্রস্তাবে পাঠ্যক্রম, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থাপনা, উচ্চশিক্ষা, ছাত্র সংসদ, মাদ্রাসা শিক্ষা, দক্ষতা, মূল্যায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং বিবিধ বিষয়ে মোট ৩০ দফা দাবি তুলে ধরা হয়।
৭ ঘণ্টা আগেশামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ইসির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। একটি দ্বন্দ্বময়, রাজনৈতিক টালমাটাল সময় পার করছে বাংলাদেশ। আশা করি, এর মধ্যেই কমিশন নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে।’
৮ ঘণ্টা আগেবিভিন্ন দপ্তরে দায়িত্ব পাওয়া ছাত্র প্রতিনিধিদের চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ দুর্নীতিতে জড়িয়ে পড়া দায় প্রধান উপদেষ্টার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় রাশেদ এ মন্তব্য করেন।
১১ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আগামীকাল শুক্রবার (১৫ আগস্ট)। দিনটিতে রাজধানীসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে।
১১ ঘণ্টা আগে