Ajker Patrika

নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ক্ষমতায় থাকতে মরিয়া সরকার: বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২২: ৩২
নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ক্ষমতায় থাকতে মরিয়া সরকার: বাম গণতান্ত্রিক জোট

বর্তমান সরকারের অধীনে জাতীয়, স্থানীয়—এমনকি প্রাতিষ্ঠানিক নির্বাচনও সুষ্ঠু হয় না জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে বর্তমান সরকার।

আজ শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে অবৈধ ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার, চালসহ নিত্যপণ্য ও বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা জানিয়েছেন জোটের নেতারা।

সমাবেশে জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের নজির ৫২ বছরেও বাংলাদেশে নেই। তার ওপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধ্বংস করে দিয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠিত উপনির্বাচন এবং সর্বশেষ সুপ্রিম কোর্টের নির্বাচন দেখিয়ে দিয়েছে সব পর্যায়ের নির্বাচনকে কলুষিত করে ক্ষমতায় থাকতে তারা মরিয়া হয়ে উঠেছে। চট্টগ্রামের এক নির্বাচনে তো ইভিএম মেশিনই যুবলীগ নেতা ছিনতাই করে নিয়েছে।’

ব্যবসায়ীরা সরকারের প্রশ্রয়ে রোজার আগেই খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করে বজলুর রশীদ আরও বলেন, ‘শিক্ষা, চিকিৎসার খরচ আকাশছোঁয়া, শ্রমিকদের মজুরি বাড়ছে না, কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না অথচ সার, কীটনাশক, বীজ, সেচের খরচ দফায় দফায় বাড়ছে। বিদ্যুৎ, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সকল জিনিসপত্রের দাম বাড়ছে।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশের বাইরে টাকা পাচারের চাঞ্চল্যকর খবর প্রকাশ পাচ্ছে, কিন্তু অভিযুক্তরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। টাকা পাচার, ব্যয়বহুল মেগা প্রকল্প, আর দুর্নীতির কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে আর তার দায় চাপানো হচ্ছে জনগণের কাঁধে। যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে দমন-পীড়ন ভয়ংকর আকার ধারণ করেছে। মানুষের জীবন আজ দুর্বিষহ।’

এ সময় নেতারা শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস, নারী নির্যাতন, ফ্যাসিবাদী দুঃশাসন ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং গ্রাম-শহরে শ্রমজীবীদের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে ২২ মার্চ দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত