Ajker Patrika

কারাবন্দি হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

নিজস্ব প্রতিবেদক
কারাবন্দি হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি

ঢাকা: কারাগারে যাওয়া হেফাজত নেতাদের আপাতত আর নতুন করে রিমান্ড আবেদন করা হচ্ছে না। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হয়েছে। নাশকতায় সরাসরি জড়িত ও ইন্ধনদাতাদের তালিকা করা হয়েছে। তালিকা ধরে বাকিদের গ্রেপ্তার করা হবে বলে সোমবার বিকালে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম।

নাশকতার মামলায় ডিবির হাতে গ্রেপ্তার হওয়া হেফাজতের ২৫ শীর্ষ নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।

মাহবুব আলম বলেন, নাশকতার সাথে জড়িত নতুন আসামিদের গ্রেপ্তারে চেষ্টা করছি। অর্থদাতা ও ইন্ধনদাতাসহ সরাসরি হামলায় জড়িতদের গ্রেপ্তারে কোনও ছাড় দেওয়া হবে না। জামায়াত থেকে যারা হেফাজতে এসেছে এবং জামায়াতের নেতৃত্বে থাকা যারা নাশকতায় ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তার করা হবে। তবে হেফাজতের নাশকতায় নেই, সরাসরি জামায়াত করে এমন নেতাদের আপাতত গ্রেপ্তারের সিদ্ধান্ত নেই।

নতুন করে হেফাজতের শীর্ষ নেতাদের রিমান্ড আবেদন না করার কারণ হিসাবে তিনি বলেন, হেফাজতের কিছু মামলা সিআইডিসহ অন্যান্য সংস্থায় হস্তান্তর করা হয়েছে। সিআইডি তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে। তাই নতুন করে ডিবি তাঁদের আপাতত রিমান্ডে আনবে না।

সিআইডি কর্মকর্তারা জানান, ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করছে সিআইডি। হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যারা সরাসরি জড়িত ছিলও, ইন্ধন দিয়েছে তাঁদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে যেসব হেফাজত নেতা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন তাঁদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

এর আগে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত কাজ শেষ করা হবে। অপরাধের সঙ্গে জড়িতের গ্রেপ্তারের পাশাপাশি গ্রপ্তারকৃত হেফাজত নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত