Ajker Patrika

গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২৩, ২০: ০৯
গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য: খন্দকার মোশাররফ

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘জাতির স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আর গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য।’

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার মোশাররফ এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই মানববন্ধনের আয়োজন করে। 

মানববন্ধনে খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা আজকে যুগ সন্ধিক্ষণে আছি। যদি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, তা কেউ বলতে পারে না। অতিসত্বর জাতির স্বার্থে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। দেশের মানুষ আজ খালেদা জিয়ার মুক্তি চায়। কারণ মানুষ গণতন্ত্রের পুনরুদ্ধার চায়। দেশ, দেশের মানুষ এবং গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি অপরিহার্য।’

আওয়ামী লীগের সমালোচনা করে মোশাররফ বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তাঁর পরিবার এই আওয়ামী লীগের শত্রু। কারণ স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আওয়ামী লীগ যে যে জায়গায় ব্যর্থ হয়েছে, সেসব জায়গায় বিএনপি সফল হয়েছে। এ জন্যই আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়। দেশের জনগণকে ভয় পায়।

সরকার পতনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অতীতের নির্বাচনগুলোতে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে কোনো নির্দলীয়, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই শেখ হাসিনাকে সরকার থেকে হটিয়ে এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। গণ-আন্দোলন ছাড়া বিকল্প নেই। সময় অতি সন্নিকটে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত