Ajker Patrika

ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ওপর হামলার নিন্দা জানাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুন ২০২৩, ২০: ২২
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ওপর হামলার নিন্দা জানাল জামায়াত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের ওপর হামলার নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ সোমবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান। 

বিবৃতিতে বলা হয়, ফয়জুল করীমের ওপর হামলার ঘটনায় প্রমাণিত হচ্ছে যে বর্তমান সরকারের আমলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। প্রকাশ্য দিবালোকে প্রশাসনের লোকজনের সামনে একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। 

বিবৃতিতে এ টি এম মা’ছুম বলেন, একজন মেয়র প্রার্থীর ওপর হামলার এ ঘটনাই প্রমাণ করে বর্তমান নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। যেখানে সরকারি দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে একজন মেয়র প্রার্থী পুলিশের সামনে গিয়ে হাউমাউ করে কাঁদছে, সেখানে ভোটারদের জানমালের নিরাপত্তা কোথায়? এ অবস্থার কারণেই বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করেনি।’ 

বিবৃতিতে অবিলম্বে ফয়জুল করীমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান এ টি এম মা’ছুম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত