Ajker Patrika

বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৯: ৪৫
বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজকে যাদের হাতে মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে, তারাই আজ মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার। বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না।
 
আজ রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীরা এ দেশের মানবাধিকার নিয়ে সোচ্চার। তাদের (বিএনপি) কথা শুনে মনে হয় তারা এখানে বিশ্ব মোড়লদের সোল এজেন্ট।

কাদের বলেন, মানবাধিকারের কথা বলতে হলে প্রথমে বলতে হবে ফিলিস্তিনের কথা। ইসরায়েল গাজায় ১৮ হাজার মানুষ মেরেছে, এখনো চলছে। অথচ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইসরায়েলের পক্ষে একমাত্র ভেটো প্রদান করেছে যুক্তরাষ্ট্র। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আমলে এই দেশে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে; ওদের লজ্জাও করে না। এ দেশে বিএনপি মানবাধিকার লঙ্ঘনের যে নজির সৃষ্টি করেছে, তা সমসাময়িক বিশ্বে বিরল।’ 

বিএনপির আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন গতানুগতিক। অবরোধ, হরতাল, একটার পর একটা; এটা তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত