ঢাবি প্রতিনিধি
বিএনপির আন্দোলনে মানুষ সম্পৃক্ত হয় না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আপনাদের এতই যদি মনে হয়, মানুষ আপনাদের একেবারে গাছে উঠিয়ে সরকার বানিয়ে দেবে। তাহলে চ্যালেঞ্জ দিলাম, নির্বাচনে আসুন। যদি জয়লাভ করেন আমাদের আপত্তি নেই।’
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবসে শহীদদের স্মরণে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনিসুল হক।
এ সময় বিএনপিকে উদ্দেশ করে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট দিতে শিখেছে, তারা আপনাদের ভোট দেবে না। আপনাদের মতো ভোটবিহীন নির্বাচন, হ্যাঁ-না ভোট... ১৯৯৬ সালের ১৫ আগস্ট কী করেছেন আমরা ভুলিনি।’
আনিসুল হক বলেন, পাকিস্তান গোষ্ঠীর যারা দালাল ছিল, ‘এখন মুসলিম লীগের শেরওয়ানি ছেড়ে তারা বিএনপির কাপড় পরা শুরু করেছে। তারা বঙ্গবন্ধুর শত্রু ছিল, এখনো আছে। তারা ষড়যন্ত্র করে ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা ঘটায়। ৭৫ সালের অসমাপ্ত ষড়যন্ত্র সম্পূর্ণ করতে ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা তারা ঘটায়। তবে সেখানে তারা ব্যর্থ হয়। সেদিন সরকারে ছিল বিএনপি। এ রকম একটা আক্রমণ, সেখানে ২২ জন হত্যা হয়ে গেল। এ ঘটনায় একটা মামলা হয়, সরকারিভাবে আরেকটি তদন্ত হয়। যেখানে একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেছিলেন—এখানে ভারত সরকারের হাত আছে। আর মামলার বাদী ছিলেন শরিফ ফারুক আহমেদ, এফআইআরে জর্জ মিয়ার নাটক সাজানো হলো। মামলার সুষ্ঠু চেষ্টা তারা করেনি, কারণ এতে তারেক রহমান, খালেদা জিয়া জড়িয়ে যাবে। তাই মামলা তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল।’
২১ আগস্ট প্রসঙ্গে আনিসুল হক আরও বলেন, গ্রেনেড হামলায় জোর করে তারেক রহমানকে জড়ানো হয়েছে, এ কথা মির্জা ফখরুল ইসলাম বলেন। মির্জা ফখরুল ইসলামের অভ্যাস মিথ্যা কথা বলা। মিথ্যা বলতে বলতে কোন পর্যায়ের মিথ্যা বলেন তিনি নিজেও ভুলে গেছেন। তিনি তথ্য না জেনেই কথা বলেন। মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটকে জবানবন্দিতে বলে গেছেন, তারেক রহমানের হাওয়া ভবনে ষড়যন্ত্রের কথা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যার ষড়যন্ত্রের কথা।
ফখরুলকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, জেনে কথা বলুন। তাহলে এত মিথ্যাবাদী হবেন না। যেটা জানেন না সেটা বলবেন না।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান আইনমন্ত্রী।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
বিএনপির আন্দোলনে মানুষ সম্পৃক্ত হয় না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আপনাদের এতই যদি মনে হয়, মানুষ আপনাদের একেবারে গাছে উঠিয়ে সরকার বানিয়ে দেবে। তাহলে চ্যালেঞ্জ দিলাম, নির্বাচনে আসুন। যদি জয়লাভ করেন আমাদের আপত্তি নেই।’
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবসে শহীদদের স্মরণে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনিসুল হক।
এ সময় বিএনপিকে উদ্দেশ করে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট দিতে শিখেছে, তারা আপনাদের ভোট দেবে না। আপনাদের মতো ভোটবিহীন নির্বাচন, হ্যাঁ-না ভোট... ১৯৯৬ সালের ১৫ আগস্ট কী করেছেন আমরা ভুলিনি।’
আনিসুল হক বলেন, পাকিস্তান গোষ্ঠীর যারা দালাল ছিল, ‘এখন মুসলিম লীগের শেরওয়ানি ছেড়ে তারা বিএনপির কাপড় পরা শুরু করেছে। তারা বঙ্গবন্ধুর শত্রু ছিল, এখনো আছে। তারা ষড়যন্ত্র করে ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা ঘটায়। ৭৫ সালের অসমাপ্ত ষড়যন্ত্র সম্পূর্ণ করতে ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা তারা ঘটায়। তবে সেখানে তারা ব্যর্থ হয়। সেদিন সরকারে ছিল বিএনপি। এ রকম একটা আক্রমণ, সেখানে ২২ জন হত্যা হয়ে গেল। এ ঘটনায় একটা মামলা হয়, সরকারিভাবে আরেকটি তদন্ত হয়। যেখানে একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেছিলেন—এখানে ভারত সরকারের হাত আছে। আর মামলার বাদী ছিলেন শরিফ ফারুক আহমেদ, এফআইআরে জর্জ মিয়ার নাটক সাজানো হলো। মামলার সুষ্ঠু চেষ্টা তারা করেনি, কারণ এতে তারেক রহমান, খালেদা জিয়া জড়িয়ে যাবে। তাই মামলা তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল।’
২১ আগস্ট প্রসঙ্গে আনিসুল হক আরও বলেন, গ্রেনেড হামলায় জোর করে তারেক রহমানকে জড়ানো হয়েছে, এ কথা মির্জা ফখরুল ইসলাম বলেন। মির্জা ফখরুল ইসলামের অভ্যাস মিথ্যা কথা বলা। মিথ্যা বলতে বলতে কোন পর্যায়ের মিথ্যা বলেন তিনি নিজেও ভুলে গেছেন। তিনি তথ্য না জেনেই কথা বলেন। মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটকে জবানবন্দিতে বলে গেছেন, তারেক রহমানের হাওয়া ভবনে ষড়যন্ত্রের কথা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যার ষড়যন্ত্রের কথা।
ফখরুলকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, জেনে কথা বলুন। তাহলে এত মিথ্যাবাদী হবেন না। যেটা জানেন না সেটা বলবেন না।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান আইনমন্ত্রী।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১২ ঘণ্টা আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ-সংক্রান্ত মামলা ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’-এর রায় এবং এ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, এ মামলার বিচারপ্রক্রিয়া ও কমিশনের আচরণ প্রশ্নবিদ্ধ এবং তা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা
১৩ ঘণ্টা আগেগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে কোনো লাভ হবে না। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই মরা লাশকে কবর দেওয়া, যাতে দুর্গন্ধ না ছড়ায়।’ আজ মঙ্গলবার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ
১৪ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার বিরুদ্ধে ১১১টি মামলা হয়েছে। নানা ধরনের অবাস্তব অভিযোগ আনা হয়েছে। ময়লার গাড়ি পোড়ানো, বোমা হামলার মতো অভিযোগও আছে। আমি ১১ বার জেলে গিয়েছি। প্রায় তিন বছর কারাবন্দী ছিলাম।’ আজ মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের মোলানি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির গণসংযোগ
১৬ ঘণ্টা আগে