Ajker Patrika

নতুন গঠনতন্ত্রে পরিচালিত হবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন গঠনতন্ত্রে পরিচালিত হবে হেফাজত

নতুন করে গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম। নতুন এ গঠনতন্ত্র অনুযায়ী আগামী দিনে সংগঠন পরিচালিত হবে। সংগঠনের অরাজনৈতিক চরিত্র ফিরিয়ে আনার উদ্দেশ্যেই গঠনতন্ত্রে পরিবর্তন আনা হবে বলে জানা গেছে। 

আজ রোববার রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় সকালে ও বিকেলে যথাক্রমে সংগঠনের খাস কমিটি ও কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গঠনতন্ত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। 

দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো এ দুই বৈঠকে যোগ দেন নবনিযুক্ত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন গঠনতন্ত্র প্রণয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়। 

এই বৈঠক থেকেই মুহিব্বুল্লাহ বাবুনগরীর নতুন দায়িত্বকে অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া কওমি মাদ্রাসার দায়িত্বশীলদের নিয়ে একটি সম্মেলন করার সিদ্ধান্ত হয়। তবে দিন তারিখ ঠিক হয়নি। কারাবন্দী উলামায়ে কেরামদের মুক্তি এবং কাদিয়ানিদের ‘অপতৎপরতা’ বন্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। 

বৈঠকে অংশ নেওয়া সংগঠনের কেন্দ্রীয় এক নেতা আজকের পত্রিকাকে জানান, নতুন করে হেফাজতের গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। মূল কমিটিতে রাজনৈতিক ব্যক্তিদের না রাখার বিধান থাকবে নতুন এই গঠনতন্ত্রে। শিগগিরই এ বিষয়ে কাজ শুরু হবে। 

বৈঠক সূত্রে জানা যায়, মুহিবুল্লাহ বাবুনগরী লিখিত বক্তব্যে বলেন, হেফাজত সম্পূর্ণ অরাজনৈতিক ঈমানি আন্দোলনের সংগঠন। এই সংগঠনের কোনো রাজনৈতিক উচ্চাভিলাস বা কর্মসূচি নেই। আমরা সেভাবেই হেফাজতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 

গত ১৯ আগস্ট জুনাইদ বাবুনগরীর মৃত্যু হলে হেফাজতে ইসলামের আমিরের পদটি শূন্য হয়। সেদিন রাতেই সংগঠনের নতুন আমির হিসেবে মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নূরুল ইসলাম জেহাদী। এর আগে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মুহিব্বুল্লাহ। 

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর হেফাজতের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফীর মৃত্যুর পরে ওই বছরের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে হেফাজত। চলতি বছরের মার্চে নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে সহিংস আন্দোলন করতে গিয়ে চাপে পড়ে হেফাজত। একপর্যায়ে কমিটি বিলুপ্তির ঘোষণা দেন বাবুনগরী। গত ৭ জুন বাবুনগরীর নেতৃত্বে ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে হেফাজত। এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয় মুহিব্বুল্লাহ বাবুনগরীকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত