Ajker Patrika

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ বাসদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ বাসদের

ভোজ্য তেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জনগণের দুর্ভোগ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ দাবি করেন সংগঠনের নেতারা। এ সময় সিন্ডিকেট ও মজুতদারদের শাস্তি এবং খাদ্য পণ্যের রেশন ব্যবস্থা চালু করার দাবিও করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে গিয়ে প্রয়োজনীয় দ্রব্য কেনার আগেই পকেটের টাকা শেষ হয়ে যাচ্ছে।

নিম্নআয়ের মানুষের দুর্ভোগ চরমে উল্লেখ করে বক্তারা বলেন, যেখানে মধ্যবিত্ত পরিবার তাদের জীবনযাপনে সমস্যায় পড়ছেন; সেখানে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে নিম্নআয়ের মানুষদের দুর্ভোগ চরমে উঠেছে। 

সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, ভোটারবিহীন সরকার জনগণের কথা চিন্তা করছে না। ব্যবসায়ীদের নিয়ে রাজনীতিতে একটি দুর্বৃত্তায়ন তৈরি করেছে। যার পরে বাজারব্যবস্থা মানুষকে অসহনীয় করে তুলেছে। তাই সরকারকে দ্রুত এই বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের আহ্বান জানান বক্তারা। 

প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মনীষা চক্রবর্তী, জুলফিকার আলীসহ বাসদের নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত