Ajker Patrika

এবারও জন্মদিনের কেক কাটবেন না খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২০: ৪৯
এবারও জন্মদিনের কেক কাটবেন না খালেদা জিয়া

২০১৫ সালের ১৫ আগস্ট সন্ধ্যায় শেষ বারের জন্মদিনের কেক কেটেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর আর জন্মদিনের কেক কাটেননি তিনি। এরপর থেকে তাঁর জন্মদিনকে ঘিরে হয়নি কোনো উৎসবও। এমনকি দিনটিকে ঘিরে কোনো সভা, সেমিনার, বক্তৃতা-বিবৃতিও দেওয়া হয়নি দলের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় এবারও খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নিশ্চুপ রয়েছে বিএনপি। বরাবরের মত ১৬ আগস্ট সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি। তবে সে অনুষ্ঠানে জন্মদিনের কোনো ছোঁয়া নেই। 

আজ শনিবার দুপুরে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা ইস্যুতে কথা বললেও খালেদা জিয়ার জন্মদিন নিয়ে টু শব্দটিও করেননি।

বিকেলে গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা এবং করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণকারী ও দলের নেতা কর্মীদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় আগামী ১৬ আগস্ট ২০২১, রোজ সোমবার দেশব্যাপী বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করা হচ্ছে।’ 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে জল কম ঘোলা হয়নি। শোক দিবসের দিনে কেক কেটে উৎসবমুখর পরিবেশে জন্মদিন উদ্‌যাপন নিয়ে রয়েছে নানা সমালোচনা। এ অবস্থায় গত কয়েক বছর ধরেই এই দিনটিতে নিশ্চুপ থাকছে বিএনপি। 

খালেদা জিয়ার জন্মদিন উদ্‌যাপনের বিষয়ে বিএনপির পরিকল্পনার কথা জানতে চাওয়া হয় দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কাছে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ’ ১৬ তারিখ দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।’ 

 ২০১৬ সাল থেকে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন নিয়ে ঘটা করে উৎসব করা থেকে বের হয়ে এসে নতুন রেওয়াজ চালু করে দলটি। ওই বছর বন্যা, গুম-খুনের কথা বলে খালেদা জিয়া নিজেই জন্মদিনে কেক কাটার কর্মসূচি বাতিল করেন। পরের বছর জন্মদিনে যুক্তরাজ্যে ছিলেন খালেদা জিয়া। ২০১৮ তে কারাবন্দী হওয়ার পরে খালেদা জিয়ার দু’ দুটি জন্মদিন কেটেছে কারাগারে। গত বছর বাসায় ফিরলেও জন্মদিন পালন করেননি তিনি। এবারও বাসায় রয়েছেন। তবে জন্মদিন উদ্‌যাপন করছেন না খালেদা জিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত