Ajker Patrika

৫৩ দিন পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৯ জুন ২০২১, ২২: ৩০
৫৩ দিন পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

ঢাকা: প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়া করোনা আক্রান্ত হলে গত ২৭ এপ্রিল তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ছয় দিনের মাথায় শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেওয়া হয়। এক মাস পর ৩ জুন তাঁকে বিশেষ কেবিনে নেওয়া হয়। মাঝে তাঁর জ্বর হয়।

সিসিইউতে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। এ বিষয়ে অনুমোদনের জন্য সরকারের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। কিন্তু আইনি জটিলতায় সে আবেদন নাকচ হয়।

করোনামুক্ত হওয়ার পরে খালেদা জিয়ার কোভিড পরবর্তী কিছু জটিলতা দেখা দেয়। একই সঙ্গে বার্ধক্যজনিত কিছু সমস্যাও কাবু করে ফেলে তাঁকে। পরে তাঁকে বিশেষ কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত