রাজশাহীর পবা উপজেলার শীতলাই ইউনিয়নের রাস্তার পাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর ল্যান্টানা কামারা ফুলের। গোলাপি, হলুদ ও কমলা রঙের ছোট ছোট সুগন্ধি ফুলে ভরা এই গাছের সৌন্দর্যে পথচারীদের চোখ আটকে যায়। ল্যান্টানা কামারার ফুল সাধারণত গুচ্ছাকারে ফোটে এবং পরিপক্বতার সঙ্গে সঙ্গে এর রং বদলে যায়। একটি ফুলে একাধিক রং দেখা যাওয়া—এই গাছের অন্যতম বৈশিষ্ট্য। ছবি: মিলন শেখ
প্রজাপতি ও হামিংবার্ডসহ বিভিন্ন পরাগরেণু ল্যান্টানা কামারা ফুলের অমৃতে আকৃষ্ট হয়ে ছুটে আসে। এ ছাড়া গাছটির পাতাও সুগন্ধি, যা অনেক সময় মশা তাড়ানোর প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ছবি: মিলন শেখ