সম্পাদকীয়
মোগল সম্রাট আকবরের শাসনামলে তাঁর জ্যেষ্ঠ পুত্র যুবরাজ সেলিম অর্থাৎ জাহাঙ্গীর বিদ্রোহ করে বাংলায় চলে আসেন। বর্তমান পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে তিনি ‘সেলিমাবাদ’ নামে একটি পরগনা সৃষ্টি করেন। পরে ওই এলাকার রাজস্ব আদায়ের দায়িত্ব দেন মদনমোহনকে। মদনমোহন তাঁর ছেলে শ্রীনাথকে রাজস্ব আদায়ের দায়িত্ব দেন। নিষ্ঠাবান শ্রীনাথ মোগল সম্রাট কর্তৃক ‘রাজা’ উপাধি পান। শ্রীনাথের ছেলে রুদ্র নারায়ণ রায় চৌধুরী পিরোজপুরের অদূরে বনজঙ্গল কেটে রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেন। ফলে এই জমিদারবাড়ির নাম হয় রায়েরকাঠি। কথিত আছে, তিনি কালীমন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে নিম্নবর্ণের পাঁচজন হিন্দুর মুণ্ডু কেটে তার ওপর মূর্তি স্থাপন করেন। এই নিষ্ঠুরতার জন্য সুবেদার শাহবাজ খান তাঁকে মৃত্যুদণ্ড দেন। হাজার হাজার মানুষের সামনে তাঁকে বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু রুদ্র লড়াই করে বাঘটিকে মেরে ফেলেন। এই ঘটনায় সুবেদার তাঁর মৃত্যুদণ্ড মওকুফ করে দেন। এখনো পিরোজপুর সদরে সেই জমিদারবাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়।
মোগল সম্রাট আকবরের শাসনামলে তাঁর জ্যেষ্ঠ পুত্র যুবরাজ সেলিম অর্থাৎ জাহাঙ্গীর বিদ্রোহ করে বাংলায় চলে আসেন। বর্তমান পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে তিনি ‘সেলিমাবাদ’ নামে একটি পরগনা সৃষ্টি করেন। পরে ওই এলাকার রাজস্ব আদায়ের দায়িত্ব দেন মদনমোহনকে। মদনমোহন তাঁর ছেলে শ্রীনাথকে রাজস্ব আদায়ের দায়িত্ব দেন। নিষ্ঠাবান শ্রীনাথ মোগল সম্রাট কর্তৃক ‘রাজা’ উপাধি পান। শ্রীনাথের ছেলে রুদ্র নারায়ণ রায় চৌধুরী পিরোজপুরের অদূরে বনজঙ্গল কেটে রাজবাড়ি ও মন্দির প্রতিষ্ঠা করেন। ফলে এই জমিদারবাড়ির নাম হয় রায়েরকাঠি। কথিত আছে, তিনি কালীমন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে নিম্নবর্ণের পাঁচজন হিন্দুর মুণ্ডু কেটে তার ওপর মূর্তি স্থাপন করেন। এই নিষ্ঠুরতার জন্য সুবেদার শাহবাজ খান তাঁকে মৃত্যুদণ্ড দেন। হাজার হাজার মানুষের সামনে তাঁকে বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু রুদ্র লড়াই করে বাঘটিকে মেরে ফেলেন। এই ঘটনায় সুবেদার তাঁর মৃত্যুদণ্ড মওকুফ করে দেন। এখনো পিরোজপুর সদরে সেই জমিদারবাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়।
গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করেছিল। তাদের শাসন আমলে একটি নতুন অর্থবছরেরও সূচনা হয়েছে। আজ বছর পেরিয়ে অনেকেই পেছন ফিরে তাকাচ্ছেন—অর্জন কতটুকু, ব্যর্থতা কোথায় এবং অন্তরায় কী কী? এমন একটি হিসাব-নিকাশ বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় দিকনির্দেশনা দি
২০ ঘণ্টা আগেআমরা যেন এক কদম সামনে বাড়লে পিছিয়ে পড়ি আরও দশ কদম। তখন সেই এক কদম এগিয়ে যাওয়াকে বড্ড ম্লান মনে হয়। গত প্রায় এক দশক ধরেই ঢাকার বায়ু ও পরিবেশ দূষণের শিকার। এখনো আমরা শীর্ষ বা এর আশপাশে অবস্থান করছি। এত সংস্কার কমিটি হলো, শুনেছি পরিবেশ উন্নয়নের জন্যও নাকি কমিটি গঠিত হয়েছে। কাজের ক্ষেত্রে কোনোটিরই কি কো
২০ ঘণ্টা আগেবাসটা ধাক্কা দিয়েছে এক শিক্ষার্থীকে, শিক্ষার্থী করেছে তার প্রতিবাদ। তাতে ক্ষুব্ধ হয়ে বাসের চালক, চালকের সহকারী ও অন্য কর্মীরা শিক্ষার্থীকে তুলে নিয়েছে বাসে। ‘চোর’ আখ্যা দিয়ে পিটিয়েছে। বাসের যাত্রীরা প্রশ্ন করেছে, কিন্তু ‘চোর’কে পেটানো হচ্ছে বলা হলে তারা নির্বিকার বসে থেকেছে আসনে। চোর হলেও যে তাকে পু
২০ ঘণ্টা আগেযে রকম পরিস্থিতিতে দেশ চলছে, তাতে দেশের জনগণের স্বস্তিতে থাকার কোনো কারণ নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ৫ আগস্ট নির্বাচনের ঘোষণা দেওয়ায় সেই অস্বস্তি থেকে বের হয়ে আসার আপাতত একটা পথের দিশা পাওয়া গেল। জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা এই ভাষণ দেওয়ার আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে...
২ দিন আগে