রুশা চৌধুরী
মানুষের জীবন এক আশ্চর্য দাঁড়িপাল্লার মতো। এক পাশ কানায় কানায় আনন্দ তো অন্য পাশে সমান সমান বিষাদ।
নাকি কিছু কম-বেশি থাকে তাতে? কিন্তু যদি তাই হতো তবে কি এক আকাশ ভরা রোদ উঠেছে তো আরেক আকাশে শুধু মেঘ-বৃষ্টির খেলা চলত? কিংবা পৃথিবীর এক পাশে আঁধার হলে উল্টো পাশে আলোর রোশনাই ভরে উঠত?
এই যে আলো-আঁধারের খেলা, এর মূল সুর বাঁধা যার হাতে, তার নাম ‘সময়’। খুব ভেবে দেখলে বোঝা যায় এই ‘সময়’ নামের উল্টাপাল্টা ‘প্রাণীটিই’ আমাদের দিয়ে ওর যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে! অদৃশ্য একজন কেউ সময়ের ঘোড়াটার লাগাম ধরে আছে।
সকালের রোদ, দুপুরের আলো, বিকেলের ওম আর রাতের আঁধারের সঙ্গে জীবন মিলিয়ে কোনো মাহেন্দ্রক্ষণে বোকা মানুষ ভেবে নেই, ‘আহা! জীবনটা কেমন কাটিয়ে যাচ্ছি আমরা!’
সত্যি কি তাই? এ জীবন কি শুধুই ভেবে কাটিয়ে দেওয়ার? সেই ছোটবেলায় পড়েছিলাম:
‘পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি,
মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী...’
কী অমোঘ এই বাণী! কী গভীর সত্যি কথা। জীবনের প্রতিটা বাঁকে মানুষ এক অনিত্য খেলা খেলে যাচ্ছে—জন্ম থেকে বেড়ে ওঠা, জীবনযাপন, সংসার, মেতে থাকা এক আপন ভুবনে। সত্যি কি আমরা পুতুলের মতো চলছি না? খেলছি, হাঁটছি আর রোদ-বৃষ্টি-অন্ধকারকে আপন ভেবে যাচ্ছি। সবটায় নিজেকে নিয়েই মেতে থাকা।
পথ খুশি, রথ খুশি, মূর্তিটাও খুশি...জমজমাট ‘রথযাত্রা’ যদি জীবনের খেলা ধরে নিই, তবে সেই ‘জীবনখেলার’ আসল সুতাটা হাতে নিয়ে এক বিরাট শিশু যে আনমনে এক অনন্ত খেলা খেলে যাচ্ছে, তা বোঝার শক্তি পাই না কেন?
এই যে এমন ভাবনা, তা হয়তো এক আশ্চর্য দুর্বল বা শক্তিশালী মুহূর্তে আমাদের মনে হানা দেয়। একটু ভাবায় আবার ভুলিয়ে দেয় কেউ। আর ভুলে থাকা যায় বলেই এত আমার-আমার খেলা! এই খেলা যুদ্ধ বাধায়, মৃত্যু ডেকে আনে, ভেদাভেদ তৈরি করে, হানাহানি আর হিংসায় ডুবিয়ে দেয়। নিজের বাইরে চিন্তা করবার সময়টা সব মানুষের মনে একবারে উদয় হলে হয়তো পৃথিবী অন্য রকম হতো।
খুব আবোলতাবোল কথার পসরা সাজালাম। তবে জীবনের হিসাবটা যে এ রকমটাই মনে হয় আজকাল। এই যে দিনটা খুব নিজের মনে হলো, একটু পরেই সে আর আমার নেই! তার শরীরজুড়ে অন্য দিনের ছায়া! অন্য কারও নাম! ‘তারে আমার আমার মনে করে আমার করে আর পেলেম না!’
এই কি নয় জীবন? ছুটে চলো ছুটে চলো, যতটা জোরে পারা যায়! কেউ পেছনে পড়ে গেল, সে তোমার সঙ্গেই ছিল। আপন আর প্রিয় ছিল, তাতে কী! তোমাকে বা আমাকে পৌঁছে যেতেই হবে সেই গন্তব্যে, যার একটুও আমাদের হাতে নেই। তবু সবার আগে পৌঁছে যাওয়ার চেষ্টা—এই তো মগজে ঢুকিয়ে দেওয়া আছে।
মুক্তির জন্য খুব লড়ে গেলাম। তারপর মুক্তির আনন্দে হাত মেলে দেখলাম হাতের তলায় নানান রকম আঁকিবুঁকি যা শিকল হয়ে আটকে দিতে চাইছে আমাদের সংসার-জগৎ বা মহাজাগতিক কোনো বস্তুর সঙ্গে। এই কি সেই সোনার শিকল যাতে জীবনরহস্য লুকানো আছে? রহস্যের সমাধান খোঁজা মানুষ ক্লান্ত হয় না কখনো। হয়তো তাতেই মুক্তি, তাতেই আলো, তাতেই বেঁচে থাকা। পুরোটা না বুঝে, সবাইকে ছাড়িয়ে যেতে চেয়েও আবার সবাইকে নিয়েই একসঙ্গে বেঁচে থাকা।
যুদ্ধ বাধে, রক্ত ঝড়ে, নিজের মতো কারও জয় হয়। কেউ হেরে যায়। আর আড়াল থেকে মুচকি হাসে সময়ের নাটাই হাতে সেই অদৃশ্য একজন! কেউ কেউ আছে যারা শুধু মনে মনে না, সরবেও চায়, ‘অন্তত বেঁচে থাকাগুলো সুন্দর হোক সবার জন্য।’
হাঁটুপানি থেকে অসাবধানে বুকপানিতে চলে গেলে বুকের মাঝে কী সীমাহীন আতঙ্ক চেপে আসে, যখন স্রোতের টান ভাসিয়ে নিতে চায়! কেমন লাগে? কেমন সেই কষ্ট? কতটা সেই যন্ত্রণা? আর প্রিয়জনের একেবারে হারিয়ে যাওয়া!
যার যায় সে ছাড়া আর কেউ কেন বুঝতে পারে না? নাকি বুঝতে চায় না? বুঝতে না চাওয়ার এক ভয়ানক উন্মাদনা!
তবু মানুষ হয়ে জন্মানোর এই অনন্ত টানাপোড়েন ভাবায় মানুষকেই। মানুষই মানুষকে মারে, রক্ত ঝরায় তারপর সেই রক্তের মাঝে কেউ হাসে আবার কেউ ডুবে যায় কান্নার অতলে।
সবচেয়ে সহজ আর কম কষ্টের কাজটুকুই আজও করতে শেখা হলো না আমাদের। যার যতটুকু সাধ্য সবার পাশে থাকা, একটু সাহায্য করা...সরবে বা নীরবে। যেমন করে আকাশ পারে, প্রকৃতি পারে, নিজেদের সৃষ্টির সেরা ভেবে নিয়েও মানুষ আজও এইটুকুন কাজ শিখে উঠতে পারল না।
লেখক: আবৃত্তিশিল্পী
মানুষের জীবন এক আশ্চর্য দাঁড়িপাল্লার মতো। এক পাশ কানায় কানায় আনন্দ তো অন্য পাশে সমান সমান বিষাদ।
নাকি কিছু কম-বেশি থাকে তাতে? কিন্তু যদি তাই হতো তবে কি এক আকাশ ভরা রোদ উঠেছে তো আরেক আকাশে শুধু মেঘ-বৃষ্টির খেলা চলত? কিংবা পৃথিবীর এক পাশে আঁধার হলে উল্টো পাশে আলোর রোশনাই ভরে উঠত?
এই যে আলো-আঁধারের খেলা, এর মূল সুর বাঁধা যার হাতে, তার নাম ‘সময়’। খুব ভেবে দেখলে বোঝা যায় এই ‘সময়’ নামের উল্টাপাল্টা ‘প্রাণীটিই’ আমাদের দিয়ে ওর যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে! অদৃশ্য একজন কেউ সময়ের ঘোড়াটার লাগাম ধরে আছে।
সকালের রোদ, দুপুরের আলো, বিকেলের ওম আর রাতের আঁধারের সঙ্গে জীবন মিলিয়ে কোনো মাহেন্দ্রক্ষণে বোকা মানুষ ভেবে নেই, ‘আহা! জীবনটা কেমন কাটিয়ে যাচ্ছি আমরা!’
সত্যি কি তাই? এ জীবন কি শুধুই ভেবে কাটিয়ে দেওয়ার? সেই ছোটবেলায় পড়েছিলাম:
‘পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি,
মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী...’
কী অমোঘ এই বাণী! কী গভীর সত্যি কথা। জীবনের প্রতিটা বাঁকে মানুষ এক অনিত্য খেলা খেলে যাচ্ছে—জন্ম থেকে বেড়ে ওঠা, জীবনযাপন, সংসার, মেতে থাকা এক আপন ভুবনে। সত্যি কি আমরা পুতুলের মতো চলছি না? খেলছি, হাঁটছি আর রোদ-বৃষ্টি-অন্ধকারকে আপন ভেবে যাচ্ছি। সবটায় নিজেকে নিয়েই মেতে থাকা।
পথ খুশি, রথ খুশি, মূর্তিটাও খুশি...জমজমাট ‘রথযাত্রা’ যদি জীবনের খেলা ধরে নিই, তবে সেই ‘জীবনখেলার’ আসল সুতাটা হাতে নিয়ে এক বিরাট শিশু যে আনমনে এক অনন্ত খেলা খেলে যাচ্ছে, তা বোঝার শক্তি পাই না কেন?
এই যে এমন ভাবনা, তা হয়তো এক আশ্চর্য দুর্বল বা শক্তিশালী মুহূর্তে আমাদের মনে হানা দেয়। একটু ভাবায় আবার ভুলিয়ে দেয় কেউ। আর ভুলে থাকা যায় বলেই এত আমার-আমার খেলা! এই খেলা যুদ্ধ বাধায়, মৃত্যু ডেকে আনে, ভেদাভেদ তৈরি করে, হানাহানি আর হিংসায় ডুবিয়ে দেয়। নিজের বাইরে চিন্তা করবার সময়টা সব মানুষের মনে একবারে উদয় হলে হয়তো পৃথিবী অন্য রকম হতো।
খুব আবোলতাবোল কথার পসরা সাজালাম। তবে জীবনের হিসাবটা যে এ রকমটাই মনে হয় আজকাল। এই যে দিনটা খুব নিজের মনে হলো, একটু পরেই সে আর আমার নেই! তার শরীরজুড়ে অন্য দিনের ছায়া! অন্য কারও নাম! ‘তারে আমার আমার মনে করে আমার করে আর পেলেম না!’
এই কি নয় জীবন? ছুটে চলো ছুটে চলো, যতটা জোরে পারা যায়! কেউ পেছনে পড়ে গেল, সে তোমার সঙ্গেই ছিল। আপন আর প্রিয় ছিল, তাতে কী! তোমাকে বা আমাকে পৌঁছে যেতেই হবে সেই গন্তব্যে, যার একটুও আমাদের হাতে নেই। তবু সবার আগে পৌঁছে যাওয়ার চেষ্টা—এই তো মগজে ঢুকিয়ে দেওয়া আছে।
মুক্তির জন্য খুব লড়ে গেলাম। তারপর মুক্তির আনন্দে হাত মেলে দেখলাম হাতের তলায় নানান রকম আঁকিবুঁকি যা শিকল হয়ে আটকে দিতে চাইছে আমাদের সংসার-জগৎ বা মহাজাগতিক কোনো বস্তুর সঙ্গে। এই কি সেই সোনার শিকল যাতে জীবনরহস্য লুকানো আছে? রহস্যের সমাধান খোঁজা মানুষ ক্লান্ত হয় না কখনো। হয়তো তাতেই মুক্তি, তাতেই আলো, তাতেই বেঁচে থাকা। পুরোটা না বুঝে, সবাইকে ছাড়িয়ে যেতে চেয়েও আবার সবাইকে নিয়েই একসঙ্গে বেঁচে থাকা।
যুদ্ধ বাধে, রক্ত ঝড়ে, নিজের মতো কারও জয় হয়। কেউ হেরে যায়। আর আড়াল থেকে মুচকি হাসে সময়ের নাটাই হাতে সেই অদৃশ্য একজন! কেউ কেউ আছে যারা শুধু মনে মনে না, সরবেও চায়, ‘অন্তত বেঁচে থাকাগুলো সুন্দর হোক সবার জন্য।’
হাঁটুপানি থেকে অসাবধানে বুকপানিতে চলে গেলে বুকের মাঝে কী সীমাহীন আতঙ্ক চেপে আসে, যখন স্রোতের টান ভাসিয়ে নিতে চায়! কেমন লাগে? কেমন সেই কষ্ট? কতটা সেই যন্ত্রণা? আর প্রিয়জনের একেবারে হারিয়ে যাওয়া!
যার যায় সে ছাড়া আর কেউ কেন বুঝতে পারে না? নাকি বুঝতে চায় না? বুঝতে না চাওয়ার এক ভয়ানক উন্মাদনা!
তবু মানুষ হয়ে জন্মানোর এই অনন্ত টানাপোড়েন ভাবায় মানুষকেই। মানুষই মানুষকে মারে, রক্ত ঝরায় তারপর সেই রক্তের মাঝে কেউ হাসে আবার কেউ ডুবে যায় কান্নার অতলে।
সবচেয়ে সহজ আর কম কষ্টের কাজটুকুই আজও করতে শেখা হলো না আমাদের। যার যতটুকু সাধ্য সবার পাশে থাকা, একটু সাহায্য করা...সরবে বা নীরবে। যেমন করে আকাশ পারে, প্রকৃতি পারে, নিজেদের সৃষ্টির সেরা ভেবে নিয়েও মানুষ আজও এইটুকুন কাজ শিখে উঠতে পারল না।
লেখক: আবৃত্তিশিল্পী
গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণ করেছিল। তাদের শাসন আমলে একটি নতুন অর্থবছরেরও সূচনা হয়েছে। আজ বছর পেরিয়ে অনেকেই পেছন ফিরে তাকাচ্ছেন—অর্জন কতটুকু, ব্যর্থতা কোথায় এবং অন্তরায় কী কী? এমন একটি হিসাব-নিকাশ বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় দিকনির্দেশনা দি
১৫ ঘণ্টা আগেআমরা যেন এক কদম সামনে বাড়লে পিছিয়ে পড়ি আরও দশ কদম। তখন সেই এক কদম এগিয়ে যাওয়াকে বড্ড ম্লান মনে হয়। গত প্রায় এক দশক ধরেই ঢাকার বায়ু ও পরিবেশ দূষণের শিকার। এখনো আমরা শীর্ষ বা এর আশপাশে অবস্থান করছি। এত সংস্কার কমিটি হলো, শুনেছি পরিবেশ উন্নয়নের জন্যও নাকি কমিটি গঠিত হয়েছে। কাজের ক্ষেত্রে কোনোটিরই কি কো
১৫ ঘণ্টা আগেবাসটা ধাক্কা দিয়েছে এক শিক্ষার্থীকে, শিক্ষার্থী করেছে তার প্রতিবাদ। তাতে ক্ষুব্ধ হয়ে বাসের চালক, চালকের সহকারী ও অন্য কর্মীরা শিক্ষার্থীকে তুলে নিয়েছে বাসে। ‘চোর’ আখ্যা দিয়ে পিটিয়েছে। বাসের যাত্রীরা প্রশ্ন করেছে, কিন্তু ‘চোর’কে পেটানো হচ্ছে বলা হলে তারা নির্বিকার বসে থেকেছে আসনে। চোর হলেও যে তাকে পু
১৫ ঘণ্টা আগেযে রকম পরিস্থিতিতে দেশ চলছে, তাতে দেশের জনগণের স্বস্তিতে থাকার কোনো কারণ নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ৫ আগস্ট নির্বাচনের ঘোষণা দেওয়ায় সেই অস্বস্তি থেকে বের হয়ে আসার আপাতত একটা পথের দিশা পাওয়া গেল। জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা এই ভাষণ দেওয়ার আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে...
২ দিন আগে