বাসব রায়
ইতিহাসে অনেক কিছুই স্থান পায় না। হয়তো ইতিহাস পর্যন্ত সেসব খবর পৌঁছায় না৷ দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামের প্রয়াত মদনমোহন বর্মন ইংরেজ সরকারের সিভিল বিভাগে কর্মরত ছিলেন। পাশাপাশি এ পরিবারটি একটি সম্ভ্রান্ত বা অভিজাত পরিবার হিসেবে এলাকায় পরিচিত ছিল ৷ জঙ্গিগোষ্ঠী কর্তৃক নিহত ব্লগার অভিজিত রায়ের ঠাকুরদা প্রয়াত অ্যাডভোকেট অতুল রায়ও এই গুলিয়াড়া গ্রামের বাসিন্দা ছিলেন ৷
মদনমোহন বর্মন নিজ এলাকার তৎকালীন সময়ের শিক্ষিত ছেলে অতুল রায়কে নানাভাবে সহযোগিতা করেছেন বলে জানা যায় ৷ পরবর্তী সময়ে অতুল রায়ের ছেলে ড. অজয় রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক, শিক্ষাবিদ এবং বিজ্ঞানী হিসেবে সুনাম অর্জন করেছিলেন। ড. অজয় রায় অধ্যাপনার পাশাপাশি নানা ধরনের শিক্ষা ও সাংস্কৃতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ‘মুক্তন্বেষা’ নামে একটি চিন্তাশীল পত্রিকা সম্পাদনা করতেন।
আমাদের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ভয়াবহ পঁচিশে মার্চের সেই কালোরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাকবাহিনীর হাতে অন্যদের সঙ্গে গুলিয়াড়া গ্রামের মদনমোহন বাবুর মেজো ছেলে উপেন্দ্র নাথ রায় (ডাকনাম ‘বাবু’) অন্য সতীর্থদের সঙ্গে শহীদ হয়েছিলেন ৷ উপেন্দ্র নাথ রায় সেই সময়ে পদার্থবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাশে শহীদদের তালিকায় তাঁর নামটি ‘ইউ এন রয়’ নামে লেখা আছে। জগন্নাথ হল প্রতিবছর নিহতদের স্মরণে স্মরণিকা প্রকাশ করে।
বিস্মিত হই এই ভেবে যে সেই সময়ে অজপাড়াগাঁয়ের কিছু প্রতিভাবান মানুষ এভাবে দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনে শিক্ষকতা বা লেখাপড়া করতেন এবং সত্যিই এসব আমাদের গর্বের ইতিহাস ৷ প্রয়াত উপেনবাবুর মা একাত্তরে বড় ছেলেকেও হারিয়েছেন ৷ বড় ছেলের নাম ছিল চারুগোপাল রায় ৷ শরণার্থী হিসেবে ভারতে যাওয়ার প্রক্কালে দিনাজপুরের মোহনপুর ব্রিজের কাছে খান সেনাদের হাতে নিহত হন তিনি ৷ দুঃখজনক হলো এই যে দুই পুত্রসন্তানের শবদেহের অস্তিত্ব সম্পর্কে কখনোই কিছু জানতে পারেননি মাসহ পরিবারের সদস্যরা।
শহীদ দুই ভাইয়ের বাবা মদনমোহন বাবু স্বাধীনতাযুদ্ধের অনেক আগেই মৃত্যুবরণ করেন। কিন্তু হতভাগিনী মা শেষ জীবন পর্যন্ত নিদারুণ এই শোকযন্ত্রণা একটি দিনের জন্যও ভুলতে পারেননি ৷ মদনমোহন বাবুর বড় মেয়ে এবং ছোট ছেলে বর্তমানে বেঁচে আছেন ৷ বড় মেয়ের ছেলে ডা. মৃণাল কান্তি রায় এবং ছোট ছেলে ছত্রনাথ রায় (শিবু) কাচিনীয়া স্কুল অ্যান্ড কলেজের প্রথিতযশা গণিতের শিক্ষক ছিলেন। তাঁদের মা বর্তমানে অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন।
মুক্তিযুদ্ধে শহীদ পরিবারটির কোনো খোঁজখবর রাখেনি গত আওয়ামী লীগ সরকারের কেউ। যদিও তারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করত। আরও আশ্চর্যজনক ব্যাপার হলো, এ পরিবারটিও কখনোই কারও কাছে তাদের যন্ত্রণার কথা প্রকাশ করেনি। নীরব কষ্ট বুকে নিয়ে এখনো তাদের জীবন চলছে। মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ বা পরিবার রাষ্ট্রীয় অনেক সম্মান বা সহযোগিতা পেয়েছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই পরিবারটি এসবের আড়ালেই থেকে গেছে স্বাধীনতার এত বছর পরেও।
হয়তো ভবিষ্যতে কখনো পরিবারটি কোনো প্রকার স্বীকৃতি যদি না পেয়ে থাকে, তাহলে তার দায়ভার আমাদের সবার ৷ নির্মোহ ও নির্লোভ এমন একটি পরিবারের প্রতি সম্মান জানানোর দায়িত্ব রাষ্ট্রের। এখনো সে সময় চলে যায়নি কিন্তু।
ইতিহাসে অনেক কিছুই স্থান পায় না। হয়তো ইতিহাস পর্যন্ত সেসব খবর পৌঁছায় না৷ দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামের প্রয়াত মদনমোহন বর্মন ইংরেজ সরকারের সিভিল বিভাগে কর্মরত ছিলেন। পাশাপাশি এ পরিবারটি একটি সম্ভ্রান্ত বা অভিজাত পরিবার হিসেবে এলাকায় পরিচিত ছিল ৷ জঙ্গিগোষ্ঠী কর্তৃক নিহত ব্লগার অভিজিত রায়ের ঠাকুরদা প্রয়াত অ্যাডভোকেট অতুল রায়ও এই গুলিয়াড়া গ্রামের বাসিন্দা ছিলেন ৷
মদনমোহন বর্মন নিজ এলাকার তৎকালীন সময়ের শিক্ষিত ছেলে অতুল রায়কে নানাভাবে সহযোগিতা করেছেন বলে জানা যায় ৷ পরবর্তী সময়ে অতুল রায়ের ছেলে ড. অজয় রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক, শিক্ষাবিদ এবং বিজ্ঞানী হিসেবে সুনাম অর্জন করেছিলেন। ড. অজয় রায় অধ্যাপনার পাশাপাশি নানা ধরনের শিক্ষা ও সাংস্কৃতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ‘মুক্তন্বেষা’ নামে একটি চিন্তাশীল পত্রিকা সম্পাদনা করতেন।
আমাদের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ভয়াবহ পঁচিশে মার্চের সেই কালোরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পাকবাহিনীর হাতে অন্যদের সঙ্গে গুলিয়াড়া গ্রামের মদনমোহন বাবুর মেজো ছেলে উপেন্দ্র নাথ রায় (ডাকনাম ‘বাবু’) অন্য সতীর্থদের সঙ্গে শহীদ হয়েছিলেন ৷ উপেন্দ্র নাথ রায় সেই সময়ে পদার্থবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাশে শহীদদের তালিকায় তাঁর নামটি ‘ইউ এন রয়’ নামে লেখা আছে। জগন্নাথ হল প্রতিবছর নিহতদের স্মরণে স্মরণিকা প্রকাশ করে।
বিস্মিত হই এই ভেবে যে সেই সময়ে অজপাড়াগাঁয়ের কিছু প্রতিভাবান মানুষ এভাবে দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনে শিক্ষকতা বা লেখাপড়া করতেন এবং সত্যিই এসব আমাদের গর্বের ইতিহাস ৷ প্রয়াত উপেনবাবুর মা একাত্তরে বড় ছেলেকেও হারিয়েছেন ৷ বড় ছেলের নাম ছিল চারুগোপাল রায় ৷ শরণার্থী হিসেবে ভারতে যাওয়ার প্রক্কালে দিনাজপুরের মোহনপুর ব্রিজের কাছে খান সেনাদের হাতে নিহত হন তিনি ৷ দুঃখজনক হলো এই যে দুই পুত্রসন্তানের শবদেহের অস্তিত্ব সম্পর্কে কখনোই কিছু জানতে পারেননি মাসহ পরিবারের সদস্যরা।
শহীদ দুই ভাইয়ের বাবা মদনমোহন বাবু স্বাধীনতাযুদ্ধের অনেক আগেই মৃত্যুবরণ করেন। কিন্তু হতভাগিনী মা শেষ জীবন পর্যন্ত নিদারুণ এই শোকযন্ত্রণা একটি দিনের জন্যও ভুলতে পারেননি ৷ মদনমোহন বাবুর বড় মেয়ে এবং ছোট ছেলে বর্তমানে বেঁচে আছেন ৷ বড় মেয়ের ছেলে ডা. মৃণাল কান্তি রায় এবং ছোট ছেলে ছত্রনাথ রায় (শিবু) কাচিনীয়া স্কুল অ্যান্ড কলেজের প্রথিতযশা গণিতের শিক্ষক ছিলেন। তাঁদের মা বর্তমানে অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন।
মুক্তিযুদ্ধে শহীদ পরিবারটির কোনো খোঁজখবর রাখেনি গত আওয়ামী লীগ সরকারের কেউ। যদিও তারা নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করত। আরও আশ্চর্যজনক ব্যাপার হলো, এ পরিবারটিও কখনোই কারও কাছে তাদের যন্ত্রণার কথা প্রকাশ করেনি। নীরব কষ্ট বুকে নিয়ে এখনো তাদের জীবন চলছে। মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ বা পরিবার রাষ্ট্রীয় অনেক সম্মান বা সহযোগিতা পেয়েছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই পরিবারটি এসবের আড়ালেই থেকে গেছে স্বাধীনতার এত বছর পরেও।
হয়তো ভবিষ্যতে কখনো পরিবারটি কোনো প্রকার স্বীকৃতি যদি না পেয়ে থাকে, তাহলে তার দায়ভার আমাদের সবার ৷ নির্মোহ ও নির্লোভ এমন একটি পরিবারের প্রতি সম্মান জানানোর দায়িত্ব রাষ্ট্রের। এখনো সে সময় চলে যায়নি কিন্তু।
আজকের পত্রিকায় ১৩ আগস্ট একটি সংবাদ পড়ে এবং এ বিষয়ে টিভি চ্যানেলের সংবাদ দেখে মর্মাহত হয়েছিলাম। এভাবে কেউ কোনো দেশের একটি প্রাকৃতিক সম্পদের বিনাশ ঘটাতে পারে? আজকের পত্রিকায় ‘সাদাপাথরের সৌন্দর্য হারানোর কান্না’ শিরোনামের সে প্রতিবেদনে লেখা হয়েছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই শুরু হয় পাথর
৯ ঘণ্টা আগেবাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন শতাধিক। প্রতিবছর এখানে হাজারো গবেষণা হয়, যার বড় অংশের উদ্দেশ্য জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশ। নিঃসন্দেহে বৈজ্ঞানিক প্রকাশনা একটি বিশ্ববিদ্যালয় ও গবেষকের মর্যাদা এবং বৈশ্বিক পরিচিতি বৃদ্ধির অন্যতম মাধ্যম।
৯ ঘণ্টা আগেখবরটি খুবই লজ্জার। বাংলাদেশ বিমানের একজন কেবিন ক্রু সোনা পাচারের দায়ে গ্রেপ্তার হয়েছেন। ৪ আগস্ট বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় অবতরণ করার পর গ্রিন চ্যানেল অতিক্রমের সময় এই কেবিন ক্রুর গতিবিধিতে সন্দেহ জাগে কাস্টমস কর্তৃপক্ষের। স্ক্যানিং মেশিনের নিচে তিনি পা দিয়ে কিছু লুকানোর
৯ ঘণ্টা আগেসম্প্রতি ঢাকায় বিদেশি বিনিয়োগকারীদের সম্মেলনে জাপানি বিনিয়োগ পরামর্শক তাকাও হিরোসে বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির জন্য অশনিসংকেত দিয়েছেন। তাঁর স্পষ্ট ভাষ্য, তাঁরা দ্রুত মুনাফার খোঁজে থাকা আগ্রাসী বিনিয়োগকারী, খামখেয়ালিও।
২০ ঘণ্টা আগে